ইংল্যান্ড ক্রিকেটে নতুন এক লিগ শুরু হতে চলেছে যার নাম ‘দ্য হান্ড্রেড’।এই লিগের প্লেয়ার ড্রাফটের কথা ইতিমধ্যেই ঘোষনা করা হয়েছে।এই ড্রাফটে নাম রয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এছাড়াও এই প্লেয়ার্স ড্রাফটে নাম রয়েছে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক ও দেশের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল।
দ্য হান্ড্রেড লিগের প্লেয়ার ড্রাফটে সর্বোচ্চ ভিত্তিমূল্যের যা তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশ ক্রিকেটের দুই সেরা খেলোয়ার সাকিব আর তামিমের নাম রয়েছে বলে জানা গিয়েছে।
সাকিব আল হাসান ও তামিম ইকবাল ছাড়াও প্রকাশিত এই তালিকায় রয়েছে পাকিস্তানের বাবর আজম,সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক,ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অলরাউন্ডার কিরেন পোলার্ড, নিউজিল্যান্ডের লকি ফার্গুসন,ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার,নিকোলাস পুরান,সাউথ আফ্রিকার ফাস্ট বোলার কাগিস রাবাদা এবং অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেবিড ওয়ার্নার।সাকিব আল হাসান ও তামিম ইকবালের ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড ধার্য করা হয়েছে।বাংলাদেশের তামিম-সাকিব ছাড়া বাকি ক্রিকেটার রা হলেন– লিটন দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সৌম্য সরকার।
সম্প্রতি চেন্নাই য়ে অনুষ্ঠিত হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৪ তম আসরের ক্রিকেটারদের নিলাম।এই নিলামে বাংলাদেশ থেকে দল পেয়েছে সাকিব ও মুস্তাফিজ। এই নিলাম সংগঠিত করার জন্য কিছুদিন আগেই আইপিএল গভর্নিং কাউন্সিল ১১১৪ জনের ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছিল ।
এই তালিকা ছোট করে আইপিএল গভর্নিং কাউন্সিল ফ্রাঞ্চাইজিদের বাছাইকরা ২৯২ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। এই তালিকাতেই ছিল বাংলাদেশের চারজন ক্রিকেটার।
সাকিব আল হাসান কে কলকাতা নাইট রাইডার্স এবং মুস্তাফিজ কে রাজস্থান রয়ালস নিলাম থেকে তাদের দলে ভিড়িয়েছে এই বছর আই পি এল এর জন্য।
যদিও প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন লিটন দাস এবং সৌম্য সরকার। চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন