শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ আইপিএলে সাইফুদ্দিন

এইমাত্র পাওয়াঃ আইপিএলে সাইফুদ্দিন

Avatar

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১১, ২০২১

প্রিন্ট করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিলের চূড়ান্ত নিলামে ডাক পেয়েছেন চারজন বাংলাদেশী ক্রিকেটার। ১১ ফেব্রুয়ারি আইপিএল গভর্নিং কাউনিল নিলামের জন্য চূড়ান্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সেখানে নাম রয়েছে চার বাংলাদেশী ক্রিকেটারের।

আইপিএল খেলার জন্য নাম দিয়েছিলেন মোট ৬ জন বাংলাদেশী ক্রিকেটার। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এই ছয়জন থেকে ছাঁটাই করা হয়েছে লিটন দাস এবং সৌম্য সরকারের নাম। বাকি চারজন মনোনিত হয়েছে চূড়ান্ত নিলামের জন্য।

আইপিএলে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে অলরাউন্ডার ক্যাটাগরিতে সর্বোচ্চ ২ কোটি রুপি। তবে সেখান থেকে নিলামে তার মূল্য আরও বৃদ্ধি পাবে তা এক প্রকার নিশ্চিত।

অন্যদিকে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। গত আসরে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার জন্য চেষ্টা চালিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ার কারনে মুস্তাফিজ তখন আইপিএলে যোগ দিতে পারেননি।

এখন পর্যন্ত আইপিএল খেলা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিন এবং মাহমুদউল্লাহ রিয়াদের। সাইফুদ্দিনকে দলে নিতে চেন্নাই সুপার কিংস আলোচনা চালিয়েছিল বেশ তবে শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি মহেন্দ্র সিং ধোনির দল।

১৪তম আসরের নিলামে সাইফুদ্দিনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। তবে এই মূল্য থেকে নিলামে তাদেরকে আরও বেশি অর্থ দিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নেয় কিনা তা জানা যাবে নিলামের দিনই।

আইপিএলের আগামী আসরের জন্য যাচাই বাছাই করে ২৯২ জন ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। যেখান থেকে প্রতিটি দল তাদের ডেরায় নিবে মোট ২৫ জন ক্রিকেটার। তবে রিটেইন করে রাখার কারনে ২৯২ জন ক্রিকেটার থেকে দল পাবেন ৬১ জন ক্রিকেটার। ফলে বড় একটা অংশ অবিক্রিত থেকে যাবেন ১৮ ফেব্রুয়ারির নিলামে সেটা বুঝাই যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন