আইপিএলের ১৪তম আসরে সাকিবকে দলে নেয়ার জন্য মরিয়া হয়ে আছে বিরাট কোহলির দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। আগামী আসরকে কেন্দ্র করে দলটি নিজেদের আরও শক্তিশালী করতেই সাকিবকে দলে নিতে পারে বলে সম্ভাবনা প্রকাশ করেছে ওই ভারতীয় গণমাধ্যমটি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ ফেব্রুয়ারি। চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামের আগে ইতোমধ্যে দলগুলো তাদের ধরে রাখা ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।
আইপিএলের প্রতি আসরেই তারকা খেলোয়ারদের দলে নেয়ার পরও ধারবাহিকভাবে ব্যর্থ হচ্ছে বিরাট কোহলির দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর। এবি ডি ভিলিয়ার্স কিংবা একসময় ক্রিস গেইলের মত তারকারা দলটিতে থাকলেও সুফল বয়ে আনতে পারেনি। ফলে আগামী আসরে তাদের দলে এমনই একজন অলরাউন্ডার প্রয়জন যিনি বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই দলের হয়ে অবদান রাখতে পারবেন। সেই ভাবনা থেকেই মূলত বেঙ্গালোর সাকিবকে দলে নিতে পারে।
আইপিএলের গত আসর অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। আইসিসি থেকে পাওয়া নিষেধাজ্ঞার কারনে সেই আসরে খেলতে পারেননি সাকিব। নিয়মিত আইপিএল মাতানো সাকিবের নিষেধাজ্ঞা ইতোমধ্যেই শেষ হয়েছে। জাতীয় দলের হয়েও মাঠে নেমেছেন সাকিব। আগামী আইপিএলে সাকিবের খেলা নিয়ে কোনো প্রকার বাধা থাকছে না। বেঙ্গালোর তাই মুখিয়ে আছে দলে ভেড়ানোর জন্য।
উল্লেখ্য, আইপিএলের গত আসরের আগের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। দলটিতে বিদেশি ক্রিকেটারদের কোটা পূরনের পর অধিকাংশ সময়ই সাকিবকে থাকতে হয়েছিল একাদশের বাইরে। এছাড়া গত আসরে খেলতে না পারার কারনে তাকে ছেড়ে দিয়েছে দলটি।
আইপিএলে এখন পর্যন্ত সাকিব ৬৩ ম্যাচে ব্যাটিং করে সংগ্রহ করেছেন ৭৪৬ রান। এছাড়া বল হাতে ৬২ ইনিংসে সাকিব ঝুলিতে পুরেছেন ৫৯টি। ১৭ রানে ৩ উইকেট হচ্ছে তার আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ বোলিং ফিগার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন