টিটেন লীগের ১০ম ম্যাচে পুনে ডেভিল কে ৯ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে টিম আবু ধাবি।প্রথমে ব্যাট করতে নেমে টম কোহলার চাদমোরের ঝড়ে ৪ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে অধিনায়ক নাসিরের দল পুনে ডেভিলস।
টম কোহলার ২৫ বলে রান করে ৬১ যেখানে ৫ টি চার ও ৫ টি ছয় মারেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে ওভারটনের ৩৮ ও জো ক্লার্কের ২৯ রানে ভর করে ৫ উইকেটের জয় পায় টিম আবু ধাবি।
প্রথমে টসে জিতে ফিল্ডিং করতে নামে টিম আবু ধাবি। শুরু থেকেই তাদের বোলারদের উপর চড়াও হয় টম কোহলার। প্রথমেই একটি উইকেট হারালেও ওয়ালটন সঙ্গ দেন তাকে। ২৩ রান করে বিদায় নেয় ওয়ালটন। এরপর দ্রুত এলেক্স ডেভিস বিদায় নিলে চাপে পরে পুনে।
সেখান থেকে ডেভন থমাস কে সাথে নিয়ে ম্যাচের ইনিংস নিয়ে যায় শেষ দিকে। থমাস করে ২১ রান মাত্র ৯ বলে। তাতে শেষ পর্যন্ত তারা সংগ্রহ করে ১২৯ রান। ওবেদ ম্যাককয় ২ ওভারে ৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু টা ভালো হয়না আবু ধাবির। গেইল বিদায় নেয় ৯ রান করে। পল স্টার্লিং ও জো ক্লার্ক দল কে রাখে জয়ের পথেই। স্টার্লিং ২৩ করে ৯ বলে ও ক্লার্ক ২৯ করে ৯ বলে।শেষ দিকে ডাকেট ৯ বলে ২০ ও ওভারটন ১১ বলে ৩৮ করলে সহজ ৫ উইকেটের জয় পায় টিম আবু ধাবি। অধিনায়ক নাসির এক ওভারে দেয় ১৯ রান। ম্যাচ সেরা অবেদ ম্যাককয়।
সংক্ষিপ্ত স্কোর :-
পুনে ডেভিলস ১২৯-৪
কেনর লুইস ৫ (৭), টম কোহলার ৬১ (২৫), ওয়াল্টন ২৩ (১৪), ডেভন থমাস ২১ (৯), ওবেদ ম্যাককয় ২-০-৯-২
টিম আবু ধাবি ১৩০-৫
স্টার্লিং ২৩ (৯) জো ক্লার্ক ২৯ (৯) ওভারটন ৩৮ (১১) হারদুস ২-০-৩৬-৩
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন