আবুধাবি টি-১০ লিগ টুর্নামেন্টে টিম আবুধাবির কাছে হেরে বসেছে নাসির হোসেনের পুনে ডেভিলস। নাসিরের দলের বিরুদ্ধে আবিধাবি জয় পেয়েছে ৫ উইকেটের ব্যবধানে।
পুনে ডেভিলসের দেয়া ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন আবুধাবির পল স্টার্লিং। ওপেনিং জুটিতে ৩৪ রান যোগ করার পর ইনিংসের তৃতীয় ওভারে ৯ বলে ২৩ রান করা স্টার্লিং সাজঘরে ফিরেন।
গেইল অবশ্য ছিলেন কিছুটা ধীর গতির ব্যাটিংয়ে। ৮ বল মোকাবেলায় মাত্র ৯ রান করেই করন কেসির বলে ইনসাইড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন গেইল। এরপর রানের গতি কিছুটা কমলেও জো ক্লার্কের সাথে জুটি বেধে আবারও রানের গতি বাড়াতে থাকেন বেন ডাকেট।
ইনিংসের সপ্তম ওভারে এসে ডাকেট ২৯ রানে ও ক্লার্ক ২০ রানে ফিরে গেলে জয়ের বাকি কাজটা শেষ করেন জেম ওভারটন। শেষ পর্যন্ত ওভারটন অপরাজিত ছিলেন ১১ বল মোকাবেলায় ৩৮ রান করে। নির্ধারিত ১০ ওভারের ৯ বল বাকি থাকতেই এই জয় নিশ্চিত করে টিম আবুধাবি।
বল হাতে এদিন পুনে ডেভিলসের অধিনায়ক নাসির হোসেন ১ ওভারে খরচ করেছিলেন ১৯ রান।
এর আগে প্রথমে ব্যাট করতে নামা পুনে ডেভিলস শুরুতেই হারায় ওপেনার কেনারি লুইসকে। এরপর টম কোহেলর এবং চ্যাডউইক ওয়ালটন মিলে বড় স্কোরের দিকে নিয়ে যান দলকে।
১৪ বল মোকাবেলায় ওয়ালটনের ব্যাট থেকে আসে ২৩ রান। এরপর ডেভন থমাসের সাথে আবারও জুটি গড়েন লুইস। ৯ বলে ২১ রান করে থমাস রান আউটে কাটা পড়েন। ইয়াট হাতে অবশ্য অপরপ্রান্তে অপরাজিত ছিলেন টম কহেলার।
২৫ বলে ৫টি চার এবং সমান সংখ্যক ছক্কা হাঁকিয়ে কহেলার অপরাজিত ছিলেন ৬১ রানে। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত পুনে থেমেছিল ১২৯ রানে। ব্যাট হাতে অবশ্য নাসির নেমেছিলেন ক্রিজে। কিন্তু কোনো বল মোকাবেলা করতে পারেননি তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন