শিরোনাম

প্রচ্ছদ /   মাঠে নেমেই সেঞ্চুরি হাঁকালেন সাব্বির খেললেন বিশ্বসেরা ইনিংস

মাঠে নেমেই সেঞ্চুরি হাঁকালেন সাব্বির খেললেন বিশ্বসেরা ইনিংস

Avatar

রবিবার, জানুয়ারী ৩১, ২০২১

প্রিন্ট করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে রাঙাপরী গোল্ডকাপ টুর্নামেন্ট। জাতীয় দলে খেলা তারকাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মাঠে নেমেই ব্যাট হাতে ঝড় তুলেছেন সাব্বির রহমান। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন তিনি।

টুর্নামেন্টে সাব্বির রহমানের বাংলা ট্র্যাক একাডেমির মুখোমুখি হয়েছিল এমএস অ্যাভেঞ্জার্সের। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অ্যাভেঞ্জার্সের ব্যাটসম্যানরা ছিলেন দুর্দান্ত। সাব্বির রহমানের দলের বোলারদের তুলোধুনো করে এদিন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল পুঁজি পায় অ্যাভেঞ্জার্স।

পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বাংলা ট্র্যাক একাডেমির ব্যাটসম্যানরা। অধিনায়ক সাব্বির রহমান একাই ধসিয়ে দেন অ্যাভেঞ্জার্সের বোলিং লাইনআপ।

ব্যাট হাতে এদিন সেঞ্চুরি হাঁকিয়েছেন সাব্বির। ৫৬ বল মোকাবেলায় সাব্বির এই সেঞ্চুরি করে দলকে জয় এনে দেন। ৫৬ বল মোকাবেলায় সেঞ্চুরির এই ইনিংসে ছিল ১০টি ছক্কা এবং ৬টি চারের মার।

প্রসঙ্গত, রাজশাহীতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে সাব্বির রহমান ছাড়াও জাতীয় দল মাতানো বেশ কিছু তারকা রয়েছেন। ফরহাদ রেজা, সাঞ্জামুল ইসলাম, জহুরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দিকি সহ আরও বেশ কয়েকজন তারকা।

ছয় দলের অংশগ্রহণে হতে যাওয়া টুর্নামেন্টের দলগুলোর নামকরন করা হয়েছে- কুমারপাড়া রাইডার্স, ফাইটার রাজশাহী, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, মা অটো ব্রিকস, বাংলা ট্রাক ক্রিকেট একাডেমি ও এমএস অ্যাভেঞ্জার্স।

এই ছয় দলে মোট ক্রিকেটার অংশ নিবেন ৮৪ জন। জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি মূলত স্থানীয় ক্রিকেটারদেরকেই দেয়া হবে প্রাধান্য। অর্থাৎ প্রতিটি দলেই অধিকাংশ ক্রিকেটার থাকবেন স্থানীয়। এই টুর্নামেন্টে ফাইনাল সহ মোট ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে ২৯টি।

টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল গত ২৬ জানুয়ারি। সাম্প্রতিক সময়ে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছিল। স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহনে অনুষ্ঠিত হওয়া ১০০ বলের সেই টুর্নামেন্টে ব্যাপক সাড়া পাওয়ার পর নড়াইলেও অনুষ্ঠিত হয়েছিল টি-২০ টুর্নামেন্ট। সেই আদলেই রাজশাহীতেও অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টটি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন