শিরোনাম

প্রচ্ছদ /   বাদ পাপন নতুন সভাপতি নির্বাচিত হলেন যিনি

বাদ পাপন নতুন সভাপতি নির্বাচিত হলেন যিনি

Avatar

রবিবার, জানুয়ারী ৩১, ২০২১

প্রিন্ট করুন

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বোর্ড অব ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহা। গত দুই বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই পদে থাকার পর নতুন করে নির্বাচিত করা হয়েছে জয় শাহকে।

সাধারনভাবে নিয়ম অনুযায়ী এসিসির সভাপতি হিসেবে যোগ দেয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতি সৌরভ গাঙ্গুলির। তবে তার পরিবর্তে দায়িত্ব অর্পন করা হয়েছে জয় শাহ এর উপর।

নতুন পদ পাওয়ার পর জয় শাহ বিসিসিআইয়ের সকল সহকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন এবং সম্মানিত বোধ করছেন বলে জানান। জয় শাহ বলেন, ‘’আমি এই সম্মান গ্রহণ করছি। আমাকে এই সম্মানজনক পদে যোগ্য বলে বিবেচনা করার জন্য এবং আমাকে মনোনীত করার জন্য, আমি বিসিসিআইয়ে আমার সম্মানিত সহকর্মীদের ধন্যবাদ জানাই।

অন্যান্য মহাদেশ থেকে এশিয়ায় ক্রিকেটের জনপ্রিয়তা বহুগুন বেশি। সেই ধারা বজায় রেখে এই অঞ্চলের ক্রিকেটের উন্নয়নে এসিসি আরও ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জয় শাহ আরও বলেন, ‘’এই অঞ্চলে খেলাধুলার আয়োজন, বিকাশ ও প্রচারের লক্ষ্যে গঠিত এসিসি ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে। এসিসি ক্রমবর্ধমান কিছু বড় দেশগুলির মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা জোরদার করে চলেছে এবং খেলাধুলাকে আরও গভীরতর করে তুলছে। আমাদের অবশ্যই এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এই অঞ্চলের ক্রিকেটে উন্নয়ন ঘটেছে।‘’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে পাকিস্তানের স্নায়ুযুদ্ধ চললেও নতুন এসিসি সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এহসান মানি। এসিসির এক স্বচ্ছন্দ পরিবর্তন এটি এমনটা জানিয়ে মানি বলেন, ‘’এটা এসিসিতে এক স্বচ্ছন্দ পরিবর্তন। এবার বিসিসিআইয়ের পালা এবং এসিসি সভাপতি কে হবেন তাতে তাদের ইচ্ছের অগ্রাধিকার রয়েছে। তার জন্য আমার শুভেচ্ছা।‘’

নতুন করে দায়িত্ব গ্রহণ করা জয় শাহ এই পদে বহাল থাকবেন আগামী দুই বছর। এরপর আবারও নতুন প্রেসিডেন্ট বাছাই করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন