শিরোনাম

প্রচ্ছদ /   আবুধাবী লীগে পরের ম্যাচে নাসিরকে রাখা হবে কিনা সরাসরি জানিয়ে দিল পুনে ডেভিলস

আবুধাবী লীগে পরের ম্যাচে নাসিরকে রাখা হবে কিনা সরাসরি জানিয়ে দিল পুনে ডেভিলস

Avatar

শনিবার, জানুয়ারী ৩০, ২০২১

প্রিন্ট করুন

আবুধাবি টি-১০ লিগ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে টিম আবুধাবির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নাসির হোসেনের পুনে ডেভিলস। নাসির হোসেনের নেতৃত্বে থাকা দলটি দ্বিতীয় ম্যাচে হেরেছিল কালান্দার্সের বিপক্ষে।

টি-১০ লিগে পুনে ডেভিলসের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে নাসির হোসেনের কাছে। নিজেদের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা নাসির জিতিয়েছিলেন দলকে। তবে দ্বিতীয় ম্য্যাচে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। কালান্দার্সের বিপক্ষে নাসিরের দল হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

কালান্দার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বল হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক নাসির। ১ ওভার বল করে ২১ রান খরচ করেছিলেন তিনি। সেই সাথে কোনো উইকেটের দেখাও মিলেনি তার কাছ থেকে।

তৃতীয় ম্যাচে তাই কিছুটা বাড়তি সতর্কতা নিয়ে মাঠে নামতে যাচ্ছে নাসির হোসেনের দল। দলের ব্যাটিং অর্ডারে যথারিতি থাকছেন কেনার লুইস ও ডারউইশ রাশলি। সেই সাথে টপ অর্দারে চ্যাডউইক ওয়ালটনও রয়েছেন দুর্দান্ত ফর্মে।

এছাড়া বল হাতে স্পিন বিভাগে অধিনায়ক নাসিরই থাকছেন। মোহাম্মদ আমির, করন কেসি কিংবা মুনিস আনসারি হতে পারেন দলের অন্যতম ভরসার নাম।

নাসিরদের বিপক্ষ দল টিম আবুধাবি অবশ্য তুলনামূলক বেশ শক্তিশালী। দলটির ব্যাটিং বিভাগে নেতৃত্ব দিচ্ছেন ক্রিস গেইল, পল স্টার্লিং ও বেন ডাকেটের মত অভিজ্ঞরা। ক্রিস গেইল যদি এই ম্যাচে জ্বলে ওঠেন তাহলে হয়ত নাসিরের পুনে ডেভিলসের হাল ছেড়ে দেয়া ছাড়া কিছুই করার থাকবে না।

লুক রাইটের অধিনায়ক্ত্ব থাকা আবুধাবির বোলিং বিভাগেও রয়েছেন উসমান শেনওয়ারি কিংবা নাভিদ উল হকের মত বোলাররা।

এক নজরে দেখে নেয়া যাক দুই দলের সম্ভাব্য সেরা একাদশ

পুনে ডেভিলসঃ নাসির হোসেন (অধিনায়ক), টম কহেলার, কেনার লুইস, ডাওরিশ রাশলি, চ্যাডউইক ওয়ালটন, আসিফ খান, মোহাম্মদ আমির, হারদুশ ভিলজন, স্যাম ওয়েসনওস্কি, করন কেসি মুনিস আনসারি।

টিম আবুধাবিঃ ক্রিস গেইল, পল স্টার্লিং, বেন ডাকেট, জো ক্লার্ক, নজিবুল্লাহ জাদরান, জেমি ওভারটন, রোহান মুস্তফা, লুক রাইট, ওবেদ ম্যাকয়, উসমান শিনোয়ারি, নাভিদ উল হক।

দুই দলের ম্যাচটি শুরু হবে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন