শিরোনাম

প্রচ্ছদ /   একের পর এক ছয় আবুধাবী টি- টেনে বিশ্বসেরা ইনিংস খেলে দেখেনিন আজকের ম্যাচ কত করলেন আফিফ

একের পর এক ছয় আবুধাবী টি- টেনে বিশ্বসেরা ইনিংস খেলে দেখেনিন আজকের ম্যাচ কত করলেন আফিফ

Avatar

শনিবার, জানুয়ারী ৩০, ২০২১

প্রিন্ট করুন

এক পেশে ম্যাচে মোসাদ্দেক সৈকতের মারাঠা অ্যারাবিয়ান্স কে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে আফিফ হোসেন ধ্রুবর বাংলা টাইগারস।আফিফ হোসেন ধ্রুব ১০ বল খেলে ২২ রান করেন, তবে অধিনায়ক মোসাদ্দেক সু্যোগই পান নি ব্যাটিং করার।

প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্সের অধিনায়ক আন্দ্রে ফ্লেচার।শুরু থেকেই সুন্দর ব্যাট চালিয়ে যাচ্ছিল পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। তাকে সঙ্গ দেয় আব্দুল শুকুর। ২ জনে মূলত ধীরগতিতে রান তুলতে থাকে। রান রেট যথেষ্ট স্লো ছিল।

ম্যাচের ৫ নাম্বার ওভারে একবার লাইফ পায় মোহাম্মদ হাফিজ। তারপর সে আরও দ্রুত রান তুলতে থাকে তবে অপর প্রান্তে আব্দুল শুকুর একবারে স্লো খেলতে থাকে। তাতে পুরো ইনিংসে কোন উইকেট না হারিয়ে মারাঠা রান তোলে ১০৩ রান। হাফিজ করে ৩০ বলে ৬১, সমান বলে শুকুর করে মাত্র ৩৪ রান।

১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জনসন চার্লস ও আন্দ্রে ফ্লেচারের ঝড়ো শুরু তে প্রথম থেকেই কক্ষপথে থাকে তারা। চার্লস ২৩ ও ফ্লেচার করে ৩১ রান। ৩ নাম্বারে নামা আফিফ ১০ বলে ২ টি ছয় ও একটি চার থেকে রান করে ২২। আর তাতে শেষ পর্যন্ত ২ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলা টাইগারস। ম্যাচ সেরা করিম জানাত, ২ ওভারে ১৩ রান দেন।এ নিয়ে শেষ ২ ম্যাচেই হার মারাঠা অ্যারাবিয়ান্সের।

মারাঠা অ্যারাবিয়ান্স একাদশ:- আব্দুল শাকুর (উইকেট কিপার), ইশান মালোত্রা, লউরিন্স এভান্স, সোহাগ গাজী, মুক্তার আলী, জাভেদ আহমাদি, ইয়ামিন আহমাদজাই, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শম্পান কামি

বাংলা টাইগারস একাদশ:- জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, ছিরাগ সুরি, টম মুরেস (উইকেট কিপার), করিম জানাত, জর্জ গার্টন, কোয়াইজ আহমেদ, মুজিব উর রহমান, মোহাম্মদ ইরফান, এ্যাডাম হোস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন