শিরোনাম

প্রচ্ছদ /   ২২০ স্ট্রাইক রেটে বিশ্বসেরা ব্যাটিং রেকর্ডে টি টেনে জেতালেন আফিফ

২২০ স্ট্রাইক রেটে বিশ্বসেরা ব্যাটিং রেকর্ডে টি টেনে জেতালেন আফিফ

Avatar

শনিবার, জানুয়ারী ৩০, ২০২১

প্রিন্ট করুন

আবুধাবি টি-১০ লিগ টুর্নামেন্টের সপ্তম ম্যাচে জয় পেয়ছে আফিফ হোসেন ধ্রুবর দল বাংলা টাইগার্স। মোসাদ্দেক মোক্তার, সোহাগ গাজীর দল মারাঠা অ্যারাবিয়ান্সকে তারা হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে।

মারাঠা অ্যারাবিয়ান্সের বেধে দেয়া ১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাট চালাতে থাকেন বাংলা টাইগার্সের ওপেনার আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস। ওপেনিং জুটিতে এই দুই ব্যাটসম্যান স্কোরবোর্ডে যোগ করেন ৩৩ রান।

১১ বলে ২৩ রান করা জনসন চার্লস মুক্তার আলির বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরলেও তাণ্ডব অব্যাহত রাখেন ফ্লেচার। বাংলদেশি আফিফ হোসেন ধ্রুবর সাথে জুটি বেধে দলকে জয়ের ভিত গড়ে দিয়েছে যান এই ওপেনার। দলীয় ৬৩ ও ব্যক্তিগত ৩১ রানে সোহাগ গাজীর বলে মোহাম্মদ হাফিজের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি।

এরপর আরও কিছুক্ষণ স্থায়ী হয়েছিল আফিফের ব্যাটিং দলকে জয়ের কাছে নিয়ে দলীয় ৯১ রানে বিদায় নেন আফিফ। ১০ বল মোকাবেলায় ২টি ছক্কা এবং ১টি চারে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এরপর জয়ের বাকি কাজটা শেষ করেন টম মুরিস এবং অ্যাডাম হোস। দুই ওভার বাকি থাকতেই এই দুই ব্যাটসম্যান ৬ উইকেটে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেনের দলের দুই ওপেনার ইনিংস শেষ করে মাঠ ছাড়েন। পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ এবং আব্দুল শাকুর মিলে অনবদ্য ইনিংস খেলেন এদিন। নির্ধারিত ১০ ওভারে দলের সংগ্রহ তারা নিয়ে গিয়েছিলেন ১০৩ রানে।

দুজনের মধ্যে মোহাম্মদ হাফিজ কিছুটা আগ্রাসী ব্যাটিং করলেও শাকুর ছিলেন খুবই ধীর গতির। ৩০ বল মোকাবেলায় ১টি ছক্কা ও ৩টি চার মেরে শাকুর অপরাজিত ছিলেন মাত্র ৩৩ রানে।

অপরপ্রান্তে থাকা হাফিজ অবশ্য তুলোধুনো করেছেন বাংলা টাইগার্সের বোলারদের। ৩০ বল মোকাবেলায় ৩টি ছক্কা ও ৭টি চারে হাফিজ অপরাজিত ছিলেন ৬১ রানে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন