ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাসান মাহমুদ এবং ইয়াসির আলি রাব্বি এই দুই অনভিষিক্ত ক্রিকেটারকে রাখা হয়েছে দলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়েনডে সিরিজে এসে অভিষেক ঘটেছিল পেসার হাসান মাহমুদের। প্রথম দুই ম্যাচে একাদশে থেকে বল হাতে ছিলেন দুর্দান্ত। অন্যদিকে ইয়াসির আলি রাব্বি ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে থাকলেও মূল একাদশে জায়গা পাননি।
স্কোয়াড ঘোষণার আগে সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিয়ে বেশ গুঞ্জন চলছিল। নিজের তৃতীয় সন্তান পৃথিবীতে আসছে অতি শীঘ্রই। এই সময়টাতে স্ত্রীর পাশে থাকার জন্য এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে পারেন তিনি এমনটা শোনা গিয়েছিল। তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে সাকিবকেও রাখা হয়েছে ১৮ সদস্যের এই একাদশে। ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর এবার টেস্ট ক্রিকেটেও ফেরার অপেক্ষায় রয়েছেন এই অলরাউন্ডার।
মুমিনুল হককে অধিনায়ক করে ঘোষিত এই টেস্ট স্কোয়াডে ব্যাটিং বিভাগে আরও আছেন তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাইফ হাসানরা।
বোলিং বিভাগে স্কোয়াডে রাখা হয়েছে তাসকিন, মুস্তাফিজ, এবাদত হোসেন কিংবা রাহীর মত পরীক্ষিত বোলাররা।এছাড়া তাইজুল ইসলাম, ইসলাম, মেহেদি হাসান মিরাজরাও স্পিন বিভাগ সামাল দিবেন সাকিবের সাথে।
এক নজরে দেখে নেয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষিত টাইগারদের ১৮ সদস্যের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ দল মাঠে নামবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর চট্টগ্রাম পর্ব শেষ করে ১১ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন