ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ। ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই বিপাকে পরেছে বিসিবি একাদশ। প্রথম সেশনের শুরুতেই হারিয়ে বসেছে সাইফ হাসানকে।
দ্বিতীয় দিনে ২৪ রানে কোনো উইকেট না হারিয়ে খেলা শুরু করে বিসিবি একাদশ। ওপেনার সাদমান ইসলাম এবং সাইফ হাসান সকালে কিছুটা সাবধানী শুরু করেছিলেন বটে। তবে ক্যারিবিয়ানদের একাদশে থাকা অভিজ্ঞ পেসার কেমার রোচের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় সাইফ হাসানকে। ১৫ রান করা সাইফ ২টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন।
অপরপ্রান্তে থাকা সাদমান ইসলাম অবশ্য দেখেশুনে সামাল দিচ্ছেন ক্যারিবিয়ান বোলারদের। শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) বিসিবি একাদশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১৫ রান। সাদমান ইসলাম আউট হয়েছেন ২২ রান করে এবং তিন নম্বরে নামা মোহাম্মদ নাইম শেখ ৪৫ রানে।
এর আগে ম্যাচের প্রথম দিনে ১৮ বছর বয়সী রিশাদ আহমেদের বোলিং তোপে ২৫৭ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ একাই দখলে নিয়েছিলেন ৫ উইকেট। তার লেগস্পিনে দিশেহারা ক্যারিবিয়ানরা তিন সেশন পুরোটা খেলতে পারেনি।
প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে বিসিবি একাদশ ব্যাটিংয়ে নেমেছিল। প্রথম দিনে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছিল বিসিবি একাদশ।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের একাদশ
বিসিবি একাদশঃ কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, নাঈম শেখ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শায়নে মোসেলে, এনক্রুমাহ বোনার, কাভেম হজ, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন