লুইসের ঝড়ো ব্যাটিং এ ৯ উইকেটের বিশাল এক জয় পেয়েছে দিল্লি বুলস। ৮৮ রানের টার্গেটে একাই তোলেন ৫৫ রান।টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি বুলস।
আগের ম্যাচের ম্যাচ সেরা ওপেনার আব্দুল শাকুরকে এদিন রানের খাতা খোলার আগেই ফেরত পাঠায় আহমেদ। লউরিন্স এভান্স ফেরত যায় ১১ রান করে। দ্রুতই ফেরত যায় মোহাম্মদ হাফিজ। ৬ বলে মাত্র ৫ রান আসে তার ব্যাটে।
এরপর অধিনায়ক মোসাদ্দেক সৈকত দল কে এগিয়ে নিতে থাকেন ওপেনার জাভেল আহমাদি কে নিয়ে। তবে রানের গতি ছিল কম।
যার ফলে শেষ পর্যন্ত রান আউটের শিকার হয় জাভেদ আহমাদি। ১৯ বল খেলে মাত্র ২৪ রান করেন তিনি যা এরকম ম্যাচে একেবারেই বেমানান। তবে তার ব্যাটে রান ঠিক আসছিল। তবে খুব বেশি রানও আসেনি যা টি টেন লীগের জন্য যথেষ্ট।
এবারের টুর্নামেন্টে এবারই প্রথম কোন দল আগে ব্যাট করতে ১০০ পার করতে সক্ষম হলো না। শেষ পর্যন্ত মোসাদ্দেক অপরাজিত থাকে ৩৫ রানে। তাতে তার দল সংগ্রহ করে শেষ পর্যন্ত ৮৭ রান। ২ ওভারে মাত্র ৭ রান দেয় আমাদ বাট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারায় দিল্লি বুলস। ওপেনার গুরবাজ ফেরত যায় মাত্র ৪ রান করে। আহমাদজাই এর বলে ক্যাচ দেয় মুক্তার আলির হাতে। ম্যাচের বাকি গল্পের পুরোটাই যেন লুইস ও রভি বোপারাময়। ২ জন মিলে চার ছক্কার বন্যা বইয়ে দিয়ে দল কে এনে দেয় এক সহজ জয়।
মাত্র ১৬ বলে অর্ধ শতক তুলে নিয়ে দল কে জয় এনে দেয় এভিন লুইস। ৫৫ রানের এই ইনিংসে ৭ টি ছয় মারেন তিনি। মাত্র ১২ বলে ২৮ করে অপরাজিত থাকেন রভি বোপারা। আর তাতে শেষ পর্যন্ত রেকর্ড ৫ ওভার ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় দিল্লি বুলস। এ নিয়ে নিজেদের ২ ম্যাচই হারলো মারাঠা অ্যারাবিয়ান্স।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন