শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের ১ম দিনের খেলা শেষে দেখেনিন সর্বশেষ অবস্থান

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের ১ম দিনের খেলা শেষে দেখেনিন সর্বশেষ অবস্থান

Avatar

শুক্রবার, জানুয়ারী ২৯, ২০২১

প্রিন্ট করুন

দুই ম্যাচ টেস্ট সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশ দল মাঠে নামার আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে শুক্রবার (২৯ জানুয়ারি)

তিন দিনের ম্যাচের প্রথম দিনেই বিসিবি একাদশের বোলারদের দাপুটে বোলিংয়ে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানরা শুরুটা করেছিল বেশ সাবধানী। প্রথম সেশনে মাত্র ১টি উইকেট হারিয়েছিল। তবে লাঞ্চ বিরতির পরই মূলত শুরু হয় টাইগার বোলারদের তাণ্ডব।

১৮ বছর বয়সী তরুণ রিশাদ আহমেদ ও খালেদ আহমেদকে মোকাবেলা করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দেয়ার ক্ষেত্রে অংশীদার ছিলেন দিপুও।

প্রথম দিনে রিশান আহমেদের স্পিন বিষে নীল হয়েছেন ৫ জন ব্যাটসম্যান। খালেদ আহমেদের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ৩ জন এবং বাকি দুই উইকেট দখলে নিয়েছেন দিপু।

তিন দিনের ম্যাচের প্রথম দিনে ক্যারিবিয়ানরা সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৫৭ রান। ক্যারিবিয়ানদের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ১৮৭ বল মোকাবেলা করে ১০টি চারের সাহায্যে এই রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস একাই টেনে নিয়েছিলেন ব্র্যাথওয়েট।

প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ২৫৭ রানের জবাবে বিসিবি একাদশ প্রথম দিনে মাঠে নেমেছে। প্রথম দিন শেষে কোনো উইকেট না হারিয়ে বিসিবি একাদশের সংগ্রহ ২৪ রান। ক্রিজে অপরাজিত দুই ব্যাটসম্যান সাইফ হাসান ও সাদমান ইসলাম। সাইফ অপরাজিত আছেন ১৫ রান করে এবং সাদমান অপরাজিত আছেন ৩ রান করে। এখান থেকেই আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই দল।

এক নজরে দুই দলের একাদশ

বিসিবি একাদশঃ কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, নাঈম শেখ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শায়নে মোসেলে, এনক্রুমাহ বোনার, কাভেম হজ, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন