শিরোনাম

প্রচ্ছদ /   টাইগারদের বোলিং তোপে টেস্টের ১ম দিনেই দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ দিনের শেষ প্রান্তে দেখেনিন স্কোর

টাইগারদের বোলিং তোপে টেস্টের ১ম দিনেই দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ দিনের শেষ প্রান্তে দেখেনিন স্কোর

Avatar

শুক্রবার, জানুয়ারী ২৯, ২০২১

প্রিন্ট করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে মাঠে নামার আগে তিন দিনের প্রস্ততি ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই রয়েছে চাপের মুখে। বিসিবি একাদশে বড় কোনো তারকা না থাকলেও তরুণ বোলারদের সামাল দিতে হিমশিম খাচ্ছে ক্যারিবিয়ানরা।

প্রথম সেশনে কিছুটা সাবধানী শুরু করা ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি বিচ্ছিন্ন করেন শাহাদাত হোসেন দিপু। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত মাত্র ১ উইকেট হারালেও পরবর্তিতে আরও বিধ্বংসী হয়ে ওঠেন টাইগার বোলাররা।

লাঞ্চ বিরতি থেকে প্রথম আঘাত হানেন খালেদ আহমেদ। এনক্রুমাহকে সাজঘরে ফেরত পাঠানোর পর এবার আঘাত রিশাদ আহমেদের। এক উইকেট বিরতির পর আবারও উইকেটের দেখা পান সেই খালেদ।

বিসিবি একাদশের পক্ষে বল হাতে দিপু ২টি, খালেদ ২টি এবং রিশাদ নেন ১টি উইকেট।প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ক্যারিবিয়ানরা শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) সংগ্রহ করেছে 6 উইকেট হারিয়ে ১৮৬ রান।

এক নজরে দেখে নেয়া যাক দুই দলের একাদশ

বিসিবি একাদশঃ কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, নাঈম শেখ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শায়নে মোসেলে, এনক্রুমাহ বোনার, কাভেম হজ, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

প্রসঙ্গত, ক্যারিবিয়ানদের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটি হবার কথা ছিল চার দিনের। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন থাকায় সেটা একদিন কমে দাঁড়িয়েছে ৩ দিনে। এই প্রস্তুতি ম্যাচ শেষেই মূল লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দল ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট ম্যচটি শুরু হবার কথা রয়েছে ফেব্রুয়ারির ৩ তারিখে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন