শিরোনাম

প্রচ্ছদ /   দেখেনিন আজকের টি টেন লীগে ব্যাটে বলে কত করলেন অধিনায়ক নাসির

দেখেনিন আজকের টি টেন লীগে ব্যাটে বলে কত করলেন অধিনায়ক নাসির

Avatar

শুক্রবার, জানুয়ারী ২৯, ২০২১

প্রিন্ট করুন

কালান্দার্সের টপ অর্ডারের ব্যাটিং ঝড়ে দাড়াতেই পারলো না নাসিরের পুনে। ৯ উইকেটের বিশাল পরাজয় পেয়েছে তার দল।টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কালান্দার্স।ম্যাচের শুরুতেই সাফল্য পেয়ে যায় তারা।

গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হওয়া কেনার লুইস কে শুরুতেই ফিরিয়ে দেয় সুলতান আহমেদ। ব্যক্তিগত ৩ রানে বিদায় নেন তিনি। এরপর ২য় উইকেটে দারউইশ রাসুলি কে সাথে নিয়ে দল কে এগিয়ে নিতে থাকে টম কাহলার চাদমোরে।

২ জনের ব্যাট থেকে রান আসতে থাকে প্রতি ওভারেই। ২ জন মিলে গড়েন ৬৯ রানের পার্টনারশিপ। টম কোহলার তুলে নেন অর্ধ শতক।
৬৯ রানের পার্টনারশিপ ভাঙার আগে তার ব্যাট হতে আসে ৫৪ রান। রাসুল অপরাজিত থেকে করেন ৩৯ রান। শেষ পর্যন্ত পুনে ডেভিলসের ইনিংস থামে ২ উইকেটে ১০৭ রান করে। উইকেট কিপার ওয়ালটন করে ৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে কালান্দার্স। শারজিল খান ও টম ব্যান্টন মিলে প্রথম থেকেই রান তোলেন। নাসির হোসেনের আজকে ভালো দিন যায় নি বল হাতে। ২য় ওভারে বোলিং করতে এসে রান দেয় ২১!

ব্যান্টন ও শারজিল মিলে ৩ ওভারে তুলে নেয় অর্ধ শতক। তাতে শুরুতেই কালান্দার্সের জয় সহজ করে নেয় তারা। ৩.২ ওভারে দলীয় ৫১ রানের সময় টম ব্যান্টন আউট হওয়ার আগে তার ব্যাট হতে আসে ৪৫ রান মাত্র ১৮ বল মোকাবেলায়।

এরপর অধিনায়ক সোহাইল আখতার কে নিয়ে ম্যাচের বাকি কাজ টুকু সারেন শারজিল খান। সব বোলারের উপর ঝড় তুলে শারজিল খান করে ১৩ বলে ২৮ যেখানে ২ টি ছয় ও ২ টি চার মারে এবং সোহাইল আখতার সমান বল মোকাবেলায় করে ৩৩ রান যেখানে ৭ টি চার আসে তার ব্যাটে। আর তাতে ১৭ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল এবং সহজ জয় পায় কালান্দার্স। একমাত্র উইকেট নেয় মুনিস আনসারি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন