শিরোনাম

প্রচ্ছদ /   দেখেনিন আজকের টি-১০ লীগের ম্যাচে ব্যাটে বলে কত করে মাঠে ছাড়লেন নাসির

দেখেনিন আজকের টি-১০ লীগের ম্যাচে ব্যাটে বলে কত করে মাঠে ছাড়লেন নাসির

Avatar

বৃহস্পতিবার, জানুয়ারী ২৮, ২০২১

প্রিন্ট করুন

শেষ ওভারের নাটকীয় ম্যাচে নাসিরের বোলিং ও লুইসের ব্যাটিং এ নিজেদের প্রথম ম্যাচে পুনে ডেভিলস ৭ উইকেটের জয় পায় ডেকান গ্লাডিয়েটরস এর বিরুদ্ধে। বল হাতে নাসির নেয় ৩ উইকেট ও লুইস করে ৫৭ রান।

প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নাসির হোসেনের পুনে ডেভিলস। টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত যে দুর্দান্ত ছিল সেটা প্রমাণ করে অধিনায়ক নিজেই। প্রথম ওভারে আমির দেয় মাত্র ২ রান। পরের ওভারে বোলিং করতে আসেন অধিনায়ক নিজেই। এসেই যেন বাজিমাত করেন তিনি।

ওপেনার সুনিল নারাইন কে ফিরিয়ে দেয় ব্যক্তিগত ১ রানের মাথায়। ওভারের শেষ বলে আরেক ওপেনার শেহজাদ কে আসিফ খানের ক্যাচে পরিণত করে জোড়া উইকেট তুলে নেন নাসির হোসেন। অধিনায়ক হিসেবে অসাধারণ শুরু করেন তিনি। এরপর ডেলপোর্ট ও প্রশান্ত গুপ্ত দল কে এগিয়ে নিতে থাকলেও ১০ ওভারের ম্যাচের মত স্ট্রাইক রোটেট হচ্ছিল না। ডেলপোর্ট করেন ১৭ বলে ২৫ ও গুপ্ত করে ১১ বলে ১৭।

তবে শেষ দিকে নামা আজম খান যেন ঘুরিয়ে দেয় তাদের রানের চাকা। মাত্র ১৩ বল ব্যাট করে রান করে ৩৭ যেখানে ছয়ের সংখা ৪ টি। শেষ পর্যন্ত তার দল ডেকান গ্লাডিয়েটরস ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৪ রান। অধিনায়ক নাসির ২ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানেই প্রথম উইকেট হারায় পুনে। এরপর ওয়ালটন ও লুইস দল কে এগিয়ে নিতে থাকেন। ওয়ালটন ব্যক্তিগত ১৮ রান করে বিদায় নিলে অপর প্রান্ত থেকে সাপোর্ট ছাড়া একাই রান করে দল কে জয়ের পথে রাখে কেনার লুইস। শেষ ওভারে দরকার ছিল ১১ রান।

অধিনায়ক পোলার্ডের প্রথম ২ বলে দু’টি ৬ মেরে ৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় পুনে ডেভিলস।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন