আবুধাবি টি-১০ লিগ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে নাসির হোসেনের পুনে ডেভিলস। ডেকান গ্ল্যাডিয়েটর্সকে নাসিরের দল হারিয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।
১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় পুনে। ইনিংসের দ্বিতীয় ওভারে এসে ৬ বলে ১২ রান করা টম কহেলর সাজঘরে ফিরে যান রবি রামপালের শিকার হয়ে।
এরপর জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন চ্যাডউইক ওয়ালটন ও ওপেনার কেনার লুইস। দলীয় ৪০ রানে ওয়ালটন ফিরে যান ১১ বলে ১৮ রান করে। এরপর থিতু হতে ডারউইশ রাশলি। ৬ বল মোকাবেলায় ৬ রান করে এই ব্যাটসম্যান ফেরত গেলে চাপে পড়ে যায় পুনে ডেভিলস।
শেষের দিকে ওপেনার কেনার লুইস ও আসিফ খান দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। শেষ ওভারে ১১ রান প্রয়োজন হলে ৪ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন কেনার লুইস। লুইস অপরাজিত ছিলেন ৫৭ রান করে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ডেকান গ্ল্যাডিয়েটর্স। ইনিংসের দ্বিতীয় ওভারে এসে নাসির হোসেন প্রথম ব্রেক থ্রু এনে দেন দলকে। ব্যক্তিগত প্রথম ওভারের দ্বিতীয় বলে ডেকান ওপেনার স্নিল নারাইনকে প্যাভিলিয়নে ফেরত পাঠান নাসির।
একই ওভারে আবারও আঘাত থানেন নাসির। ব্যক্তিগত প্রথম ওভারের শেষ বলে আরেক ওপেনার মোপাহ্মমদ শাহাজাদ ৮ বল মোকাবেলায় ৮ রান করলে তাকেও ফেরত পাঠান নাসির। ডেকান অধিনায়ক কাইরন পোলার্ডও এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ৬ বল মোকাবেলায় মাত্র ২ রান করে আনসারির বলে আউট হয়ে ফিরে যান তিনি।
এরপর ক্যামেরন ডেলপোর্ট আজম খান মিলে ধীরগতির ইনিংস খেলে দলকে এগিয়ে নিতে থাকেন। ইনিংসের নবম ওভারে ১৭ বলে ২৫ রান করে ডেলপোর্ট ফিরে গেলে বাকি সময় পার করেন আজম খান ও ইমতিয়াম মাহমুদ। আজম খান অপরাজিত ছিলেন ৩৭ রানে। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ডেকানের ইনিংস থেমেছিল মাত্র ১০৪ রানে। বল হাতে পুনের হয়ে একাই ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক নাসির হোসেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন