শিরোনাম

প্রচ্ছদ /   আজকের ম্যাচে আবুধাবী টি১০ লীগে মাঠে নেমেই আগুন ঝড়ালেন নাসির

আজকের ম্যাচে আবুধাবী টি১০ লীগে মাঠে নেমেই আগুন ঝড়ালেন নাসির

Avatar

বৃহস্পতিবার, জানুয়ারী ২৮, ২০২১

প্রিন্ট করুন

টি-টেন লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে নাসিরের পুনে ডেভিলস ও ডেক্যান গ্ল্যাডিয়েটর্স। ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পুনে ডেভিলসের অধিনায়ক নাসির হোসেন।

ফিল্ডিংয়ে নেমে বল হাতে পুনে ডেভিলসকে দারুণ সুচনা এনে দিয়েছেন নাসির। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তিনি। দ্বিতীয় বলেই ডেকান গ্ল্যাডিয়েটর্স ওপেনার সুনিল নারাইনকে বোল্ড করে ফেরত পাঠান নাসির।

এরপর একই ওভারের শেষ বলে আবারো আঘাত হানেন নাসির। তুলে নেন ওপেনার আহমেদ শেহজাদকে। বিধ্বংসী হওয়ার আগেই ৮ রান করে নাসিরের বলে ফেরত যান শেহজাদ।

নিজের প্রথম ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন নাসির।তারপর গুপ্তার উইকেট নেন নাসির নিজের দ্বিতীয় ওভারে।

শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) ডেকানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৮৫ রান। ৯.২ ওভার মোকাবেলা করে এই ৮৫ রান জড়ো করেছে ডেকান।

এক নজরে দুই দলের একাদশ

মোহাম্মদ শাহাজাদ, সুনীল নারাইন, ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, প্রশান্ত গুপ্ত, ইমরান তাহির, রবি রামপাল, জাহর খান, অ্যারোন সামার্স, আজম খান এবং ইমতিয়াজ আহমেদ।

পুনে ডেভিলসের একাদশঃ মুনিস আনসারি, আসিফ খান, ডওরিশ রাসলি, করন, কেনার লুইস, মোহাম্মদ আমির, নাসির হোসাইন, হারদুস ভিলজয়েন, টম কোহেলার, চ্যাডউইক ওয়ালটন, স্যাম উইসিনিসকি।

প্রসঙ্গত, আবুধাবি টি-১০ লিগ টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলিদের নিয়ে গড়া মারাঠা অ্যারাবিয়ান্স। এবারের টি-১০ লিগ আসরে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন ৭ জন তারকা। মুক্তার আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসির হোসেন এবং সোহাগ গাজি এবং মনির হোসেন খান। এছাড়া এই টুর্নামেন্টে খেলার সুযোগ হয়েছিল তাসকিন আহমেদের। তবে বিসিবির পক্ষ থেকে অনাপত্তিপত্র না দেয়ার কারনে শেষ পর্যন্ত আরব আমিরাতের বিমানে চেপে বসা হয়নি ডানহাতি এই পেসারের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন