শিরোনাম

প্রচ্ছদ /   আজকের আবুধাবী টি১০ লীগের প্রথম ম্যাচে নাসিরকে দলে রাখা হবে কিনা সরাসরি জানালো পুনে ডেভিলস

আজকের আবুধাবী টি১০ লীগের প্রথম ম্যাচে নাসিরকে দলে রাখা হবে কিনা সরাসরি জানালো পুনে ডেভিলস

Avatar

বৃহস্পতিবার, জানুয়ারী ২৮, ২০২১

প্রিন্ট করুন

আসন্ন শুরু হতে যাওয়া আবু ধাবি টি টেন লীগে পুনে ডেভিলসের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ‘মিস্টার ফিনিশার’ খ্যাত নাসির হোসেন কে। যদিও এখন দলের বাইরে আছেন তিনি।

এক সময়ের জাতীয় দলের নিয়মিত এই ক্রিকেটার বর্তমানে টি টেন খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।গতকাল পুনে ডেভিলসের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপার টি জানিয়ে দেয়া হয়। দলে আরও কিছু সিনিয়র ক্রিকেটার থাকলেও নাসির হোসেন কে সিলেক্ট করা টা কিছু টা চমকই ছিল ভক্তদের জন্য।

বিশেষ করে মোহাম্মদ আমির কিংবা টিটুয়েন্টি তে ১ নাম্বার র‍্যাংকিং এর প্লেয়ার ডেভিড মালান দলের থাকার পরেও নাসির কে বেছে নেয়া একটু অন্যরকমই ছিল। নাসিরের সাথে বাংলাদেশী হিসেবে এই টুর্নামেন্টে খেলবে মনির হোসেন খান।

এছাড়াও আরেক বাংলাদেশী মোসাদ্দেক হোসেন সৈকত কে অধিনায়ক করেছে মারাঠা এরাবিয়ান্স।আজ ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি।

২৮ জানুয়ারী, মারাঠা আরবীয়রা বনাম উত্তর ওয়ারিয়র্স এর মধ্যে দিয়ে উদ্বোধন হবে টুর্নামেন্টের। ম্যাচ টি অনুষ্ঠিত হবে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে, আবুধাবি।চলুন দেখে নেই পুনে ডেয়ারডেভিলস এর ম্যাচ সূচি। ২ গ্রুপের এই টুর্নামেন্টে বি গ্রুপে আছে পুনে।

গ্রুপ বি

২৮ জানুয়ারী, ডেকান গ্ল্যাডিয়েটরস বনাম পুনে ডেভিলস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি

২৯ জানুয়ারী, পুনে ডেভিলস বনাম ক্যালান্ডারস, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি

৩০ জানুয়ারী, পুনে ডেভিলস বনাম দল আবু ধাবি, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি

একনজরে দেখে নিন পুনে ডেভিলস স্কোয়াড 

ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন