সংযুক্ত আরব আমিরাতে আজ (২৮ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে আবুধাবি টি-১০ টুর্নামেন্ট। ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের প্রথম দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩টি ম্যাচ।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মারাঠা অ্যারাবিয়ান্স ও নর্দান ওয়ারিয়ার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ডেকান গ্ল্যাডিয়েটর্স এবং পুনে ডেভিলস। অন্যদিকে একই দিনে তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে দেখা যাবে বাংলা টাইগার্স ও দিল্লি বুলসকে।
টুর্নামেন্ট শুরুর আগে পুনে ডেভিলস তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া নাসির হোসেনকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে দলটি। পুনে ডেভিলস এ টুইট বার্তায় নাসির হোসেনকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছে।
পুনে ডেবিলসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে টি-২০ ক্রিকেটে ব্যাট হাতে দাপট দেখানো ডেভিড মালান। পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরকেও দলে ভিরিয়ে বোলিং বিভাগে শক্তি বাড়িয়েছে ডেভিলস। হারদুস ভিলজেন এবং চেডউইক ওয়ালটনরাও খেলবেন একই দলে।
নাসির হোসেনকে আগে দলে নিলেও শেষ মুহূর্তে বাংলাদেশ থেকে পুনে ডেভিলস দলে নিয়েছে মনির হোসেন খানকে। এই স্পিনার কিছুটা অপরিচিত হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ মনির। ৩৫ বছর বয়সী এই স্পিনারকে দলে নেয়ার কথাও একটি টুইটে জানিয়েছে পুনে ডেভিলস। চূড়ান্ত স্কোয়াডেও দেখা গিয়েছে মনির খানের নাম।
বিপক্ষ দল ডেকান গ্ল্যাডিয়েটর্সেও রয়েছেন বেশ কিছু তারকা ক্রিকেটার। কাইরন পোলার্ডের অধিনায়কত্বে থাকা দলটির হয়ে বোলিং বিভাগ সামাল দিবেন ইমরান তাহির, রবি রামপাল ও সুনীল নারাইনরা। ব্যাটিং বিভাগে দলটির অন্যতম শক্তি সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ শাহাজাদ, কাইরন পোলার্ড ও ভানুকা রাজা পাকসেরা।
এক নজরে দেখে নেয়া যাক প্রথম ম্যাচে নাসির হোসেনের পুনে ডেভিলসের সম্ভ্যাব্য সেরা একাদশ
নাসির হোসেন (অধিনায়ক), ডেভিড মালান, মোহাম্মদ আমির, কেনার লুইস, ডেভন থমাস, ভ্রিতিয়া অরবিন্দ, মোহাম্মদ আমির, মনির খান, আসিফ খান, আহমেদ রাজা, আসিফ খান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন