বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে আবুধাবি টি-১০ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব সহ আরও ৫ পাঁচ বাংলাদেশী। বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামতে যাওয়া আফিফ হোসেন ধ্রুবকে আইকন ক্রিকেটার হিসেবে নির্বাচিত করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। এবার বাংলা টাইগার্সের সহ অধিনায়ক হিসেবেও তাকে নির্বাচিত করেছে টিম ম্যানেজমেন্ট।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জমজমাট এই আসরে অন্যতম দল বাংলা টাইগার্স ২৭ জানুয়ারি তাদের অধিনায়ক ও সহ অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। যেখানে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে ফ্লেচারকে করা হয়েছে অধিনায়ক। অধিনায়কের সাথে সহ অধিনায়ক হিসেবেই আফিফকে বেছে নিয়েছে তারা।
আফিফ হোসেনের সাথে একই দলে দেখা যাবে জনসন চার্লস, ডেভিড ভিজা, মোহাম্মদ ইরফানরা। এছাড়া একই দলে দেখা যাবে স্পিনার মুজিব উর রহমান কিংবা কায়েস আহমেদের মত ক্রিকেটারদের। একই দলে আছেন আরেক বাংলাদেশী মেহেদি হাসান।
টুর্নামেন্টে আফিফ হোসেন ধ্রুব ছাড়াও বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন মুক্তার আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান, নাসির হোসেন এবং তাসকিন আহমেদ। তবে অনাপত্তি পত্র না পাওয়ার কারনে টুর্নামেন্টে যোগ দিতে পারেননি তাসকিন। বাকি পাঁচ ক্রিকেটার খেলার জন্য ইতোমধ্যেই পাড়ি জমিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে।
আবুধাবি টি-১০ টুর্নামেন্টের এবারের আসরটি হতে যাচ্ছে চতুর্থ আসর। আগের তিনবার সফলভাবে আয়োজন করার পর এবার আরও জমকালোভাবে টুর্নামেন্ট আয়োজন করছে সংযুক্ত আরব আমিরাত।
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দল। দিল্লী বুলস, কালান্ডার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, কর্ণাটক টাস্কার্স, টিম আবু ধাবি, মারাঠা অ্যারাবিয়ান্স এবং নর্দার্ন ওয়ারিয়র্স এবং বাংলা টাইগার্স।
এক নজরে দেখে নেয়া যাক বাংলা টাইগার্সের স্কোয়াড
আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, টম মুরস, কায়েস আহমেদ, ডেভিড ভিজা, চিরাগ সুরি, মোহাম্মদ ইরফান, অ্যাডাম হোজ, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী ও মুজিব-উর-রহমান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন