ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ হবার পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করেছে। বুধবার (২৭ জানুয়ারি) হালনাগাদকৃত র্যাংকিংয়ে ওয়ানডে বোলারদের সেরা হবার তালিকায় বড় লাফ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে সেরা বোলারদের তালিকায় মেহেদি হাসান মিরাজ অবস্থান করছেন চার নম্বরে। ক্যারিয়ার সেরা ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে চলে এসেছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবার আগে মেহেদি হাসান মিরাজ সেরা বোলারদের তালিকায় ছিলেন ১৩ নম্বরে। বর্তমানে মিরাজ জাসপ্রিত বুমরাহ থেকে মিরাজ দূরে আছেন মাত্র ৬ পয়েন্টের।
তিন ম্যাচের এই সিরিজে মিরাজ ঝুলিতে পুরেছেন ৭টি উইকেট। এক ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া সহ সিরিজে সেরা উইকেট শিকারির তালিকায়ও ছিলেন শীর্ষে।
অন্যদিকে আরেক পেসার মুস্তাফিজুর রহমান এই সিরিজ শেষ হবার পর মুস্তাফিজ এগিয়েছেন ১১ ধাপ। কাটার মাস্টারের বর্তমান অবস্থান ৮ নম্বরে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৬ উইকেট নিয়ে ১৯ নম্বর থেকে এই উন্নতি ঘটেছে তার।
শুধু মিরাজ কিংবা মুস্তাফিজ নয় র্যাংকিংয়ে উন্নতি হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। সিরিজে ৬ উইকেট নেয়া সাকিবের উন্নতি হয়েছে ১৫ ধাপ। এই অলরাউন্ডারের বর্তমান অবস্থান ১৩ নম্বরে। ৬২৯ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় ১৩ নম্বরে থাকা সাকিব অলরাউন্ডার র্যাংকিংয়ে ধরে রেখেছেন নিজের শীর্ষ স্থান।
ইনজুরি থেকে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন সিরিজের প্রথম দুই ম্যাচে দেশের জার্সি গায়ে মাঠে নামতে পারেননি। তবে শেষ ম্যাচে মাঠে নেমে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এই ৩ উইকেট নেয়ার পর সেরা বোলারদের র্যাংকিয়ে উন্নতি না হলেও সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন এই ডানহাতি পেসার। তার বর্তমান রেটিং পয়েন্ট ৪৯৬।
ওয়ানডের সেরা বোলারদের তালিকায় প্রথম অবস্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তালিকার দুই ও তিন নম্বরে যথাক্রমে আছেন মুজিব উর রহমান ও জাসপ্রিত বুমরাহ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন