শিরোনাম

প্রচ্ছদ /   শুরু হতে যাচ্ছে নতুন টি ২০ টুর্নামেন্ট দল পাচ্ছেন বাংলাদেশের যেসব ক্রিকেটাররা

শুরু হতে যাচ্ছে নতুন টি ২০ টুর্নামেন্ট দল পাচ্ছেন বাংলাদেশের যেসব ক্রিকেটাররা

Avatar

বুধবার, জানুয়ারী ২৭, ২০২১

প্রিন্ট করুন

এবার দেশে শুরু হতে যাচ্ছে আরও একটি টি-২০ টুর্নামেন্ট। রাজশাহীতে শুরু হতে যাওয়া টি-২০ ক্রিকেটের এই লড়াইয়ে অংশ নিবেন জাতীয় দল মাতানো ক্রিকেটাররা।

সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে টি-২০ ক্রিকেটের জমজামাট টুর্নামেন্ট। জাতীয় দল মাতানো ক্রিকেটারদের অংশগ্রহণে সেই টুর্নামেন্ট দেশের ক্রিকেট অঙ্গনে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। জাতীয় দলের বেশ কিছু তারকাকে দেখা গিয়েছিল সেই টুর্নামেন্টে।

এরপর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার তত্ত্বাবধানে নড়াইলে অনুষ্ঠিত হয়েছিল আরও একটি টি-২০ ক্রিকেটের টুর্নামেন্ট। সেখানেও দেখা গিয়েছিল জাতীয় দলে খেলা বেশ কিছু ক্রিকেটারদের।

সেই ধারাবাহিকতায় এবার রাজশাহীতেও হচ্ছে একই ধরনের একটি টুর্নামেন্ট। রাজশাহী ডিভিশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের নামকর করা হয়েছে ‘রাঙাপরী বঙ্গবন্ধু গোল্ড কাপ টি-২০ টুর্নামেন্ট।’

গতকাল (২৬ জানুয়ারি) এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন জাতীয় দলে খেলা তারকারা। এক সময় জাতীয় দল মাতানো ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকি, জহুরুল ইসলাম অমি, সাঞ্জামুল ইসলাম, সাকলাইন সজিব কিংবা সাব্বির রহমানের মত তারকারা অংশ নিচ্ছন এ টুর্নামেন্টে।

ছয় দলের অংশগ্রহণে হতে যাওয়া টুর্নামেন্টের দলগুলোর নামকরন করা হয়েছে- কুমারপাড়া রাইডার্স, ফাইটার রাজশাহী, শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, মা অটো ব্রিকস, বাংলা ট্রাক ক্রিকেট একাডেমি ও এমএস অ্যাভেঞ্জার্স।

এই ছয় দলে মোট ক্রিকেটার অংশ নিবেন ৮৪ জন। জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি মূলত স্থানীয় ক্রিকেটারদেরকেই দেয়া হবে প্রাধান্য। অর্থাৎ প্রতিটি দলেই অধিকাংশ ক্রিকেটার থাকবেন স্থানীয়। এই টুর্নামেন্টে ফাইনাল সহ মোট ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে ২৯টি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন