সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আবুধাবি টি-১০ লিগ টুর্নামেন্টে আগামীকাল প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে মোসাদ্দেক-মুক্তার আলিদের মারাঠা অ্যারাবিয়ান্স এবং নর্দান ওয়ারিয়ার্স। টুর্নামেন্টের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে মাঠে নামছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং মুক্তার আলি।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট টি-১০ লিগের অন্যতম সফল দল মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়কের দায়িত্বে থাকছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। বিশ্ব ক্রিকেট চষে বেড়ানো মালিকের অধীনে থাকা দলটির ব্যাটসম্যানের মধ্যে একাদশে দেখা যেতে পারে লউরি ইভান্স এবং আব্দুল শাকুরের মত ব্যাটসম্যানদের।
মিডল অর্ডারে অধিনায়ক শোয়েব মালিকের সাথে থাকছেন আরেক অভিজ্ঞ পাকিস্তানি মোহাম্মদ হাফিজ। এছাড়া বাংলাদেশী অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে ব্যাট হাতে দেখা যাবে উইকেটরক্ষক সাইদ হায়দারকে।
বল হাতে পেসার মুক্তার আলির উপরেই আস্থা রাখবে মারাঠা। আরেক বাংলাদেশী পেসার তাসকিন আহমেদও একই দলের হয়ে সুযোগ পেলেও বিসিবির পক্ষ থেকে অনাপত্তি পত্র দেয়া হয়নি তাকে। বিকল্প হিসেবে একাদশে দেখা যেতে পারে ইশান মালহেত্রাকে।
অন্যদিকে প্রতিপক্ষ দল নর্দান ওয়ারিয়ার্সেও রয়েছে তারকার ছড়াছড়ি। ক্যারিবিয়ান তারকাদের নিয়ে গড়া দলটিতে খেলবেন ফ্যাবিয়ান অ্যালান, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স ও নিকোলাস পুরানরা। টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দলটির বল হাতে দেখা যাবে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ, ওয়াহেদ আহমেদ ও জুনায়েদ সিদ্দিকদের।
এক নজরে দেখে নেয়া যাক দুই দলের সম্ভাব্য সেরা একাদশে থাকতে পারেন কারা
মারাঠা অ্যারাবিয়ান্সঃ শোয়েব মালিক (অধিনায়ক), আব্দুল সাকুর, লউরি ইভান্স, মোহাম্মদ হাফিজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুক্তার আলি, সাইদ হায়দার, ইশান মালহেত্রা, আমজাদ খান, প্রবিন তাম্বে, সম্পাল কামলি।
নর্দান ওয়ারিয়ার্সঃ ফ্যাবিয়ান অ্যালান, রায়াদ এমরিট, নুয়ান প্রদীপ, জুনায়েদ সিদ্দিক, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওয়াহাব রিয়াজ, ওয়াহেদ আহমেদ, আমির ইয়ামিন, ব্রেন্ডন কিং।
উল্লেখ্য, টুর্নামেন্টের উদবোধনী ম্যাচটি শুরু হবে ২৮ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন