এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। বল হাতে প্রথম ম্যাচেই নিয়েছিলেন ৪ উইকেট। এরপর দ্বিতীয় ম্যাচেও নিয়েছেন ২ উইকেট।আজকের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচেও ব্যাট হাতে করেছেন ফিফটি রান।পাফ্রম্যান্স যেন তার দৈনন্দিন রীতি হয়ে দাড়িয়েছে।
ক্রিকেট আর সাকিব আল হাসান যেন একে অপরের সমার্থক শব্দ। আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার পরই বিশ্বক্রিকেটে জানান দিয়েছেন নিজের অবস্থানের। একের পর এক বিশ্বরেকর্ড দখলে নিয়ে গড়েছেন অন্যন্য সব কীর্তি।
মিরপুরের হোম অব ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। দেশের জার্সিতে এদিন সাকিব ব্যাট হাতে সংগ্রহ করেন ৪৩ রান, ছিলেন অপরাজিতও। এই ৪৩ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে এক ভেন্যুতে আড়াই হাজার রানের মাইলফলক ও একই সাথে ১০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন সাকিব। এক ভেন্যুতে এমন রেকর্ড নেই অন্য কোনো ক্রিকেটারের। বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবেই এমন নজির স্থাপন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
মিরপুরের হোম অব ক্রিকেটে সাকিব দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৮২টি ওয়ানডে ম্যাচ। যেখানে এক ভেন্যুতে ১০০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছিলেন বহু আগেই।
এক ভেন্যুতে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় সাকিব বর্তমানে অবস্থান করছেন দুই নম্বরে। এই তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম শারজাহ স্টেডিয়ামে নিয়েছেন ১২২ উইকেট। আর সাকিবের উইকেটসংখ্যা হচ্ছে ১১৯। অর্থাৎ পরবর্তী সময়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর মাত্র ৪টি উইকেট নিতে পারলেই এক ভেন্যুতে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় ওয়াসিম আকরামকে টপকে সবার উপরে চলে যাবেন সাকিব।
অন্যদিকে ব্যাট হাতেও এক ভেন্যুতে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে এগিয়ে আছেন সাকিব। এক ভেন্যুতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন তামিম ইকবাল। মিরপুরে এই রান করে বিশ্বের অন্যান্য সকল ব্যাটসম্যানদের ছাড়িয়ে শীর্ষে আছেন তামিম। মিরপুরে সাকিবের রানসংখ্যা বর্তমানে ২৫৩৪।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন