শিরোনাম

প্রচ্ছদ /   নটরজানের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ হতে পারে যে বড় শাস্তি

নটরজানের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ হতে পারে যে বড় শাস্তি

Avatar

সোমবার, জানুয়ারী ১৮, ২০২১

প্রিন্ট করুন

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হওয়া নটরজান ঘরের মাঠেই অজিদের ভোগাচ্ছেন। বল হাতে স্মিথ-লাবুশানেদের নাস্তানাবুদ করে চলেছেন ধারাবাহিকভাবেই। তবে এরই মধ্যে নটরজানের বিরুদ্ধে ফিক্সিংয়ের মত গুরুতর অভিযোগ তুলে বসলেন সাবেক অজি তারকা শেন ওয়ার্ন!

চার ম্যাচের এই সিরিজের শেষ ম্যাচের এখনও বাকি একদিন। এরই মধ্যে নটরজানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন শেন ওয়ার্ন। ভারতীয় এই বোলারের বিরুদ্ধে সরাসরি ফিক্সিংয়ের অভিযোগ না করলেও নটরজানের বেশ কয়েকটি ডেলিভারি নিয়ে আপত্তি তোলেন ওয়ার্ন।

ফক্স স্পোর্টসকে দেয় এক সাক্ষাৎকারে ওয়ার্ন জানান নটরজানের সাতটি নো বলের মধ্যে সবগুলোই ছিল বড় ধরনের। তার ভাষ্য, ‘’কিছু অদ্ভুত জিনিস চোখে পড়ল। যখন নটরাজন বল করছিল তখন দেখলাম, তিনি সাতটি নো বল করেছেন। আর সেগুলির প্রতিটিই বড়সড় নো বল ছিল। এবং সেই পাঁচটিই প্রথম বল- সেগুলো আবার বড় বড়।‘’

বড় ধরনের নো বল করা নিয়ে ওয়ার্নের আপত্তি না থাকলেও সাতটির মধ্যে পাচটি নো বলই ওভারের প্রথম বল থাকায় ব্যাপারটিকে ‘অদ্ভুত’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। সেই সাথে নটরজানের এমন কাণ্ড ‘দৃষ্টিকটু’ লেগেছে ওয়ার্নের কাছে। তার ভাষ্য, ‘’আমার খুব দৃষ্টিকটূ লেগেছে। আমরা সবাই-ই নো বল করেছি, কিন্তু তার পাঁচটিই ওভারের প্রথম বল -বিষয়টি বড় অদ্ভুত!’’

নটরজানের বিরুদ্ধে ওয়ার্নের এমন অভিযোগ অবশ্য মানতে নারাজ ভারতীয় সমর্থকরা। ওয়ার্নের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটপ্রেমিরা।তবে তার এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে নটরজনকে পেতে হবে নিষিদ্ধ সহ বড় শাস্তি।

প্রসঙ্গত, ভারত ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজ ১-১ এ সমতা বিরাজ করছে। চতুর্থ ম্যাচের শেষ দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ৩২৪ রান। অজিদের বেধে দেয়া ৩২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান। ক্রিজে দুই ওপেনার শুবম্যান গিল এবং রোহিত শর্মা রয়েছেন অপরাজিত ব্যাটসম্যান হিসেবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন