ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বিকেএসপিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। গত ১৪ জানুয়ারি প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছিল মাহমুদুল্লা একাদশ এবং তামিম একাদশ। এরপর আজ আবারো বিকেএসপিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম একাদশ এবং মাহমুদুল্লাহ একাদশ।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তামিম একাদশের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ একাদশ। জবাবে ব্যাট করতে দেবে তামিম ইকবালের ৮০ রানের ইনিংসে ৮ উইকেটে জয় লাভ করেছে তামিম একাদশ।
২২৪ রানের টার্গেটে খেলতে নেমে তামিম ইকবাল এবং লিটন দাস দুজনই দারুণ শুরু করেন। ব্যক্তিগত ৪৮ রানে লিটন হাসান মাহমুদের বলে তাকেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর তামিমকে সঙ্গ দিতে আসেন নাজমুল হোসেন শান্ত। মূলত অধিনায়ক তামিম এবং শান্তর ব্যাটে ভর করেই বড় জয় পেয়েছে দলটি।
শান্ত ৫১ বলে ৬৩ রানের ইনিংস খেলে তাসকিন আহমেদের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরলে তামিমও ৮০ বলে ৮০ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর মোহাম্মদ মিঠুন ১৭ বলে ১৭ এবং সৌম্য সরকার ১২ বলে ১২ করে অপরাজিত থাকেন।
এর আগে, ৪৫ ওভারের এই প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ একাদশ নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২২৩ রান যোগ করে। নাইম ও ইয়াসির আলি রাব্বির উদ্বোধনী জুটিতে আসে ৪৫ রান।
প্রস্তুতি ম্যাচকে নিজেরদের জ্বালাই করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অধিনায়কের ভাষ্যে, ‘’ব্যাটিং আলহামদুলিল্লাহ… উইকেটে ভালো কিছু সময় কাটিয়েছি। ভালো লেগেছে।সাকিব ভালো খেলেছে, তবে আমাদের বোলিং টা একটু দূর্বল ছিল তাই আমরা ম্যাচটা হেরেছি।ইনশাল্লাহ মূল্য ম্যাচে জয় পাওয়াই আমাদের এক্মাত্র লক্ষ থাকবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন