শিরোনাম

প্রচ্ছদ /   একের পর এক বাউন্ডারি লিটন তামিমদের ব্যাটিং এ রানের পাহাড় টপকে তামিমদের জয়

একের পর এক বাউন্ডারি লিটন তামিমদের ব্যাটিং এ রানের পাহাড় টপকে তামিমদের জয়

Avatar

শনিবার, জানুয়ারী ১৬, ২০২১

প্রিন্ট করুন

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ২ টি প্রস্তুতি ম্যাচের ২য় টিতে আজ মুখোমুখি হয়েছিল তামিম একাদশ ও মাহমুদুল্লাহ একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের ব্যাটে ভর করে ৪৫ ওভারে মাহমুদুল্লাহ একাদশ করে ২২৩ রান ৭ উইকেট হারিয়ে, সাকিব আল হাসান করে ৮২ বলে ৫২ রান।

প্রথমে টসে হেরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তামিম একাদশ। তবে শুরু টা ভালো হয় মাহমুদুল্লাহ একাদশের। প্রথম উইকেটে ভালো রান করেন ওপেনার নাইম শেখ ও ইয়াসির রাব্বি। দলীয় ৪৫ রানের মাথায় বিদায় নেয় ইয়াসির রাব্বি। ৩৬ বলে ২৪ রান করেন তিনি।

এরপর নাইম কে নিয়ে সাকিব ভালো একটা পার্টনারশিপ গড়েন। অসাধারণ এক ইনিংস খেলে নাইম শেখ। অর্ধ শতক করেন তিনি। ঠিক ৫০ করে বিদায় নেয় নাইম। এরপর সাকিব আল হাসান আর মুশফিক মিলে ভালো একটা পার্টনারশিপ গড়েন। ২৮ বলে ২৫ করে মুশফিক। মুশফিক বিদায় নিলে সাকিব তুলে নেয় অর্ধ শতক। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর পুরো বঙ্গবন্ধু টিটুয়েন্টি টুর্নামেন্টে বাজে ব্যাট করা সাকিব শেষ পর্যন্ত রানে ফিরেছে যা দলের জন্য স্বস্তির খবর। এরপর নাসুম আহমেদের বলে বিদায় নেয় সাকিব আল হাসান। বেশি রান করতে পারেনি অধিনায়ক মাহমুদুল্লাহ।

ম্যাচের শেষ দিকে মোসাদ্দেক ৩৭ করলে শেষ পর্যন্ত৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে মাহমুদউল্লাহ একাদশ। তামিম একাদশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে দেবে তামিম ইকবালের ৮০ রানের ইনিংসে ৮ উইকেটে জয় লাভ করেছে তামিম একাদশ।২২৪ রানের টার্গেটে খেলতে নেমে তামিম ইকবাল এবং লিটন দাস দুজনই দারুণ শুরু করেন। ব্যক্তিগত ৪৮ রানে লিটন হাসান মাহমুদের বলে তাকেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এরপর তামিমকে সঙ্গ দিতে আসেন নাজমুল হোসেন শান্ত। মূলত অধিনায়ক তামিম এবং শান্তর ব্যাটে ভর করেই বড় জয় পেয়েছে দলটি।

শান্ত ৫১ বলে ৬৩ রানের ইনিংস খেলে তাসকিন আহমেদের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরলে তামিমও ৮০ বলে ৮০ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর মোহাম্মদ মিঠুন ১৭ বলে ১৭ এবং সৌম্য সরকার ১২ বলে ১২ করে অপরাজিত থাকেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন