উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড দুই দলে ভাগ হয়ে মুখোমুখি হয়েছে বিকেএসপিতে। আগের ম্যাচে ৫ উইকেটে জয় পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে থাকা দল আজকে প্রথমে ব্যাট করতে নেমেছে।
গত ১৪ জানুয়ারি প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবার পর একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। আঙুলের চোটের কারনে প্রথম ম্যাচে মাঠে না নামতে পারলেও দ্বিতীয় ম্যাচে ফিরেছেন তাসকিন আহমেদ। এই ম্যাচে শুধুমাত্র বল করবেন তাসকিন।
প্রথম ম্যাচে বল হাতে চমক দেখিয়েছিলেন দুই তরুণ পেসার হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। এই দুই বোলার ৭ উইকেট নিয়ে ধস নামিয়ে দিয়েছিলেন তামিম একাদশের ব্যাটিং লাইনআপে।
অন্যদিকে ব্যাট হাতে মাহমুদউল্লাহ রিয়াদ অর্ধশতক হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন ম্যাচ। এছাড়া তামিম একাদশের হয়ে রান পেয়েছিলেন তরুণ আফিফ হোসেন ধ্রুব।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভার শেষে মাহমুদউল্লাহ একাদশের সংগ্রহ ৬৯ রান। ওপেনার ইয়াসির আলি রাব্বি ফিরে গেছেন সাজঘরে।
প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পারফরম্যাস যাচাই করতে বিকেএসপিতে আজ উপস্থিত হয়েছেন টাইগারদের কোচিং প্যানেলের সদস্যরা। সেই সাথে নির্বাচকরাও যোগ দিয়েছেন ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার জন্য।
৪০ ওভারের দ্বিতীয় এই ম্যাচ শেষে উইন্ডিজ সিইরজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২৪ সদস্যের স্কোয়াড থেকে অবশ্য ইতোমধ্যেই বাদ পড়েছেন প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন।
এক নজরে দুই দলের স্কোয়াড
তামিম একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।
মাহমুদউল্লাহ একাদশঃ ইয়াসির আলি চৌধুরী, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন