সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্টে যে কয়েকজন তরুণ ক্রিকেটার নজর কেড়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন পারভেজ হোসেন ইমন।
ফরচুন বরিশালের জার্সিতে খেলা এই ব্যাটসম্যান নিজের দক্ষতার পরিচয় দিয়ে জায়গা করে নিয়েছিলেন আসন্ন উইন্ডিজ সিরিজের স্কোয়াডে। ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত কপাল পুড়ল এই তরুণ ব্যাটসম্যানের।
গত বঙ্গবন্ধু টি-২০ কাপে অণ্ডকোষে আঘাত পেয়েছিলেন ইমন। এরপর বেশ কিছুদিন পার হয়ে গেলেও সেই ব্যথা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে উইন্ডিজ সিরিজের ক্যাম্প থেকে হাসপাতালে চলে যেতে হয়েছে তাকে। মূল পর্বে মাঠে নামার আগে ১৪ এবং ১৬ জানুয়ারি দুই দলে ভাগ হয়ে টাইগাররা যে প্রস্তুতি ম্যাচে অংশ নিবে সেই ম্যাচে দেখা যাবে না তাকে।
মূলত প্রস্তুতি ম্যাচের পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রস্তুতি ম্যাচে খেলতে না পারার কারনে হয়ত জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে আরও বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে তাকে।
বাঁহাতি এই ব্যাটসম্যানকে কমপক্ষে এ সপ্তাহ থাকতে হবে বিশ্রামে। ইমনকে বিশ্রামে দেয়ার কথা জানিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন,
‘’পারভেজের একটা স্ক্রুটামে (অণ্ডকোষ) ব্যথা ছিল। পুরোনো ব্যথা, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার সময় ব্যথা পেয়েছে। এটা ঠিক হয়েও গিয়েছিল। দলে যখন যোগ দিল, ইয়ো ইয়ো টেস্ট দিল তখনো ঠিক ছিল, জিম করল তখনো ঠিক ছিল। কিন্তু তৃতীয় দিন থেকেই আবার ব্যথা অনুভব করছিল। গতকাল ও (ইমন) ইউরোলোজিস্ট দেখিয়েছে একটা এভারকেয়ার হাসপাতালে। ওখান থেকে ওকে এক সপ্তাহের জন্য বিশ্রামে যেতে বলা হয়েছে। এ কারণেই আমরা ওকে আর হোটেলে রাখিনি।‘’
প্রসঙ্গত, মহামারী করোনা কাটিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজে মাঠে নামতে যাচ্ছে প্রায় ১০ মাস পর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামী ২০ জানুয়ারি টাইগারদের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন