বাংলাদেশ সফরে আসার আগমুহূর্তে বড় ধরনের দুঃসংবাদ পেল উইন্ডিজ দল। বাংলাদেশ সফরে আসার আগে ক্রিকেটারদের করোনা টেস্ট করার পর একজন ক্রিকেটারের করোনা পজিটিভ হয়েছে। বাংলাদেশ সফরের স্কোয়াডে থাকা অলরাউন্ডার রোমিও শেফার্ডের করোনা পজিটিভ হবার কারনে স্কোয়াড থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাকে।
মহামারী করোনা কাটিয়ে বাংলাদেশ দল উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই ফিরতে যাচ্ছে মাঠে। করোনার এই সময় ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে ক্রিকেট খেলুড়ে দেশগুলো করোনা পরীক্ষার দিকেই দিচ্ছে বাড়তি নজর।
করোনার যখন জয়জয়কার ছিল তখনই উইন্ডিজ দল বিভিন্ন আন্তর্জাতিক সফরে অংশ নিয়েছে। নিউ নরমালের নিয়ম মেনেই নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসছে তারা। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। দলের সিনিয়র ক্রিকেটাররা বাংলাদশে আসতে অপারগতা প্রকাশ করলে নতুনদেরকে নিয়েই দল সাজিয়েছে ক্যারিবিয়ান বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডে নাম ছিল রোমিও শেফার্ডের। তবে করোনা পজিটিভ হওয়াতে ছিটকে যেতে হল তাকে। এই অলরাউন্ডারের বদলি ক্রিকেটার হিসেবে স্কোয়াডে অন্তর্ভূক্তি হয়েছে কিওন হার্ডিংয়ের নাম।
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে হার্ডিংয়ের অন্তর্ভূক্তির খবর নিশ্চিত হওয়া গেছে। ক্যারিবিয়ানদের গত ইংল্যান্ড সফরের রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন হার্ডিং। তবে শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার।
২৪ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে খেলা হয়নি কোনো ওয়ানডে ম্যাচ। ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই তার অভিষেক হবার সম্ভাবনা রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৪ উইকেট এবং ২০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ঝুলিতে নিয়েছেন ৩৪টি উইকেট।
এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয়ানদের পরিবর্তিত ওয়ানডে স্কোয়াড
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, কিওন হোর্ডিং ও হেইডেন ওয়ালশ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন