দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২০ তারিখ থেকেই বাংলাদেশ সফরে আসা ক্যারাবিয়ান দল ওয়েস্ট ইন্ডিজ খেলবে বাংলাদেশের সাথে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ওয়ানডে সিরিজের পর থাকছে ২ ম্যাচের টেস্ট সিরিজও। খেলাগুলোর সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুইটি টিভি চ্যানেল।
ক্যারবিয়ানদের সাথে এই সিরিজের সম্প্রচারের স্বত্বের নিলাম অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৫ জানুয়ারি)। নিলামে বেন টেক রেকর্ড গড়ে গাজী টিভি এবং টি-স্পোর্টসকে পিছনে ফেলে ১৭ কোটি ৯০ লাখ টাকায় স্বত্ব কিনে নেয়। টি-স্পোর্টস তাদের কাছ থেকে স্বত্ব কিনে খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশের মাটিতে আগামী ১০ জানুয়ারি পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ। কোয়ারেন্টাইন শেষ করে ক্যারিবিয়ানরা প্রস্তুতি ম্যাচ খেলবেন। তারপর শুরু হবে ওয়াইন সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৫ জানুয়ারি। টেস্ট ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ১১ ফেব্রুয়ারী। তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এবং বাকি ম্যাচগুলো পুনরায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চলুন দেখে নিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময়সূচিঃ
১০ জানুয়ারি, ২০২১ : বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল
১৮ জানুয়ারি, ২০২১: ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: বিকেএসপি, সাভার.
২০ জানুয়ারি, ২০২১: প্রথম ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২২ জানুয়ারি, ২০২১: দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৫ জানুয়ারি, ২০২১: তৃতীয় ওয়ানডে, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৮-৩১ জানুয়ারি, ২০২১: চারদিনের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু: এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
৩-৭ ফেব্রুয়ারি, ২০২১: প্রথম টেস্ট, ভেন্যু: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট, ভেন্যু: শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন