নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের টেস্ট সিরিজ কেটেছে দুঃস্বপ্নের মতই। দুই ম্যাচের এই সিরিজে পাকিস্তান দল হোয়াইটওয়াশ হয়েছে কিউইদের বিপক্ষে। ল্যাজেগোবরে ব্যাটিংয়ের সাথে ফিল্ডিং মিসের পশরা সাজিয়ে বসেছিল পাকিস্তান দল। সেই সাথে বোলিংয়েও সুবিধা করতে পারেননি সফরকারী বোলাররা। ফলাফল সিরিজের শেষ টেস্টে এসে ইনিংস এবং ১৭৬ রানের বিশাল ব্যবধানে হার।
এই টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের নাম ছিলেন কিউই বোলার কাইল জেমিসন। ক্রিকেট বিশ্বে সবচেয়ে লম্বা ক্রিকেটারের খেতাব পাকিস্তানের পেসার ইরফান খানের দখলে থাকলেও জাতীয় দলের বাইরে বহু সময় ধরেই রয়েছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে আসার পর ইরফান অবশ্য বেশি সময় ধরে টিকেও থাকতে পারেননি। ইরফানের উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি হলেও বর্তমানে জাতীয় দলে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের পেস বোলার কাইল জেমিসন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জেমিসন শেষ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। আর এতেই ইতিহাসের পাতায় নতুন করে রেকর্ড লেখা হয়েছে তার নামে। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে এসেও পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামিয়ে দিয়ে একাই পকেটে পুরেছেন ৬ উইকেট।
জেমিসনের এমন অতিমানবীয় বোলিংয়ের পর পরিসংখ্যান মেলাতে গিয়ে দেখা যায়, মাত্র ৬ টেস্ট খেলেই ৪ বার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। সেই সাথে প্রথমবারের মত এক ম্যাচেই ১০ উইকেট বা তার বেশি উইকেট শিকারির তালিকায়ও নাম তুলেছেন কাইল জেমিসন।
প্রসঙ্গত, কাইল জেমিসনের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি। ভারতের বিপক্ষে সেই টেস্টে এই পেসার দখলে নিয়েছিলেন ৪ উইকেট। সেই ম্যাচে অবশ্য প্রথম ইনিংসে ৪ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেটশূন্য।
অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে সেই ভারতের বিপক্ষেই অভিষেক হয়েছিল তাঁর। একদিনের ফরম্যাটে এখন পর্যন্ত জেমিসন ২ ম্যাচে নিজের নামের পাশে ৩টি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন