পাকিস্তান সুপার লিগ বা পিএসএলের ষষ্ঠ আসরকে কেন্দ্র করে নিলামের জন্য ক্রিকেটার বাছাই করছে পিএসএল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) পিএসএল কর্তৃপক্ষ আসন্ন আসরকে কেন্দ্র করে নিলামের জন্য বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে।
২৫ বিদেশির মধ্যে ক্রিস গেইল, রশিদ খান, ডিজে ব্রাভো কিংবা সন্দিপ লামিচানের মত ক্রিকেটারদের সাথে একই ক্যাটাগরিতে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররাই পাবেন টুর্নামেন্টের সর্বোচ্চ মূল্য।প্লাটিনাম ক্যাটগরিতে মুস্তাফিজের মূল্য দাড়িয়েছে ১ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৩০ হাজার ডলারের মাঝে।
পিএসএলের ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হবার কথা রয়েছে আগামী ১০ জানুয়ারি। লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামের আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে দিতে হবে তাদের ধরে রাখা ক্রিকেটারের তালিকা। প্রতিটি দল আগামী আসরের জন্য ৮ জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। ফলে নিয়ম অনুযায়ী বাকি ক্রিকেটারদের ছেড়ে দিতে হবে নিলামের জন্য।
এদিকে পাকিস্তান সুপার লিগের ষষ্ট আসর মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী ফেব্রুয়ারি-মার্চের দিকে। সম্ভাব্য সূচি অনুযায়ী এই সময়টাকে বেছে নিয়েছে কর্তৃপক্ষ। মহামারী করোনা ভাইরাসের কথা মাথায় রেখে সার্বিক দিক বিবেচনা করেই সময় নির্ধারন করা হয়েছে বলে জানা গেছে।
পিএসএল যদি ফেব্রুয়ারি-মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় তাহলে হয়ত মুস্তাফিজ যোগ দিতে পারবেন না এই টুর্নামেন্টে। কেননা বাংলাদেশ দল ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে ২০ জানুয়ারি। এই সিরিজ শেষ হবার কথা রয়েছে ফেব্রুয়ারির ২০ তারিখে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ শেষ করে টাইগাররা নিউজিল্যান্ডে উড়াল দিবে। সেখানেও ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলে দেশে ফিরতে লম্বা সময় লাগবে। তাই পিএসএলে মুস্তাফিজ শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে।
এক নজরে দেখে নেয়া যাক প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ২৫ জন ক্রিকেটারের তালিকা।
মুস্তাফিজুর রহমান, লেন্ডল সিমন্স, কার্লোস ব্র্যাথওয়েট, ক্রিস গেইল, এভিন লুইস, ডোয়াইন ব্র্যাভো, ক্রিস জর্ডান, অ্যালেক্স হেলস, মঈন আলি, ডেভিড মালান, টম ব্যান্টন, কলিন ইনগ্রাম, ইমরান তাহির, রাইলি রুশো, ডেভিড মিলার, ভেন ডার ডুসেন, ডেল স্টেইন, মরনে মরকেল, ক্রিস লিন, থিসারা পেরেরা, ইসু উদানা, রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব-উর রহমান, সন্দীপ লামিচানে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন