শিরোনাম

প্রচ্ছদ /   ৬ ব্যাটসম্যান ৩ বোলার নিয়ে ১ম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

৬ ব্যাটসম্যান ৩ বোলার নিয়ে ১ম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

Avatar

সোমবার, জানুয়ারী ৪, ২০২১

প্রিন্ট করুন

আসন্ন উইন্ডিজ সিরিজকে কেন্দ্র করে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (৪ জানুয়ারি) ওয়ানডের জন্য ২৪ সদস্যের এবং টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করা হয়। চমকে পরিপূর্ন ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি সাবেক কাপ্তান মাশরাফি বিন মুর্তজার।

এদিকে মাশরাফি ছাড়াও টেস্ট কিংবা ওয়ানডে স্কোয়াডে জায়গা মেলেনি ইমরুল কায়েস ও সাব্বির রহমানদের মত ক্রিকেটারের। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদকে ওয়ানডে স্কোয়াডে রাখা হলেও সাদা পোশাকের সিরিজের জন্য বাইরে রাখা হয়েছে তাকে।

টেস্ট সিরিজের জন্য পরীক্ষিতদের দিকে নজর রাখা হলেও ওয়ানডে স্কোয়াডে যুক্ত হয়েছেন তরুণ পাঁচ ক্রিকেটার। প্রথমবারের মত জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন তারা। নির্বাচকদের পক্ষ থেকেও জানানো হয়ে আসন্ন ২০২৩ বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনার অংশ হিসেবেই তাদের দলে রাখা হয়েছে।

বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পারভেজ হোসেন ইমন। ফরচুন বরিশালের হয়ে সবচেয়ে কম বয়সে দেশের হয়ে টি-২০তে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইমন। যার ফলাফল হিসেবে জায়গা মিলেছে জাতীয় দলে।

অন্যদিকে অনূর্ধ-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা আরেক পেসার শরিফুল ইসলামকে নিয়ে জল্পনা ছিল আগেই।। সেই জল্পনা সত্যি করী ২৪ সদস্যের স্কোয়াডে অন্তর্ভূক্তি হয়েছে তাঁর নামও।

অলরাউন্ডার মেহেদি হাসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদরাও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন। এই তরুণ ক্রিকেটারদের মধ্য থেকে কতজন জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। আগামী ১৪ ও ১৬ জানুয়ারি দুই ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার প্ররই চূড়ান্ত হবে ১৭ সদস্যের দল।

প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য স্কোয়াডঃ 

তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান,  আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ এবং রুবেল হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন