শিরোনাম

প্রচ্ছদ /   মাশরাফিকে স্কোয়াড থেকে বাদ দেয়ার আসল কারণ জানালেন প্রধান নির্বাচক

মাশরাফিকে স্কোয়াড থেকে বাদ দেয়ার আসল কারণ জানালেন প্রধান নির্বাচক

Avatar

সোমবার, জানুয়ারী ৪, ২০২১

প্রিন্ট করুন

ইনজুরি ব্যতিত প্রথমবারের মত বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন উইন্ডিজ সিরিজকে কেন্দ্র করে ঘোষিত ২৪ সদস্যের স্কোয়াডে নাম রাখা হয়নি মাশরাফির। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন নড়াইল এক্সপ্রেস।

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশপাশি দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দলও ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফ থেকে।

ওয়ানডে দলে ডাক পেয়েছেন অনূর্ধ-১৯ দলের হয়ে বিশ্বকাপ জয় করা দুইজন। পেসার শরিফুল ইসলাম এবং পারভেজ হোসেন ইমনকে রাখা হয়েছে প্রাথমিক স্কোয়াডে।

জাতীয় নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট ২০২৩ বিশ্বকাপের জন্য যে পরিকল্পনা নির্বাচকদের কাছে উপস্থাপন করেছেন, সেই পরিকল্পনার কারণে মাশরাফিকে দলে রাখতে পারেননি নির্বাচকরা। পরবর্তীতে সম্মিলিত আলোচনায় এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে, যা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুমোদন দিয়েছে।

সোমবার দল ঘোষণার পর নান্নু বলেন, ‘এখানে সব কিছু নিয়েই আলোচনা হয়েছে। কোনও কিছুই বাদ রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, ফিজিও, ট্রেইনার, বোলিং কোচ সবার সঙ্গে আলোচনা হয়েছে। পুরো টিম ম্যানেজমেন্ট যেটাকে বলে… সব বিভাগের সবার সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ দলে ওয়ানডে ও টেস্ট স্কোয়াড।

ওয়ানডে স্কোয়াডঃ তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান, নাঈম শেখ এবং রুবেল হোসেন।

টেস্ট স্কোয়াডঃ মুমিনুল হক, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, খালেদ আহমেদ, সাকিব আল হাসান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরী, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন।

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের জন্য মূল স্কোয়াডে জায়গা দেয়া হবে ১৭ জনকে। তবে ঘোষিত ২৪ সদস্যদের মধ্যে দুই দলে ভাগ হয়ে আগামী ১৪ ও ১৬ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সেখান থেকেই পরবর্তী সময়ে বাছাই করা হবে মূল স্কোয়াড।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন