শিরোনাম

প্রচ্ছদ /   ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফিকে দলে না রাখার কারণ জানালেন পাপন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফিকে দলে না রাখার কারণ জানালেন পাপন

Avatar

রবিবার, জানুয়ারী ৩, ২০২১

প্রিন্ট করুন

২০২০ সালের মার্চ মাসের পর এখনো কোনো আন্তর্জাতিক খেলা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। তবে অনেকগুলো টুর্নামেন্টের ম্যাচ খেলা হয়েছে জাতীয় দলের প্লেয়ারদের। শীঘ্রই বাংলাদেশে খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য সোমবার বিসিবি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করছে। হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তখনই হয়তো দল ঘোষণা হতে যাবে বাংলাদেশ ক্রিকেট দলের।

তবে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যা বলেছেন তা শুনে অনেকেই দুঃখ পাবে। মাশরাফির আসন্ন সিরিজে জায়গা পাওয়াটা অনেক কঠিন হয়ে যেতে পারে এমনটাই বলেছে পাপন। মাশরাফি তার ফিটনেসের জন্য দলে জায়গা নাও পেতে পারে। যা মাশরাফি ভক্তদের জন্য দুঃসংবাদই বটে। তবে মাশরাফি বিন মুর্তজা নিজে বলেছেন তিনি এখনই অবসর নিচ্ছেন। তবে পাপন আরেক কথা বলছেন। তার কথা থেকে বুঝাই যাচ্ছে মাশরাফির জায়গা পাওয়াটা খুব কঠিন।

পাপন এ ব্যাপারে বলেন,

“ফিটনেসের কথা চিন্তা করলে ওর বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমাকে যদি জিজ্ঞেস করেন… ওর বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে বলা মুশকিল! ও কিন্তু ভীষণ চ্যালেঞ্জ নিতে পছন্দ করে।’

পাপন বলেন, মাশরাফি অবসরের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় রয়েছেন। বিশ্বকাপের পর মাশরাফির অবসর নেওয়ার কথা থাকলেও নেননি বলে বিস্ময় প্রকাশ করেছিলেন পাপন। এবার তিনি জানান, ‘ও নিজেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তখনো ভুগেছে, এখনো ভুগছে। যেটা আমার ধারণা ছিল না। যতদিন ও অধিনায়ক ছিল ওর ডিসিশন মেকিং ছিল ক্লিন অ্যান্ড ক্লিয়ার।’

পাপনের কথামতে, ‘যদি স্কোয়াডে থাকে তখন প্রশ্ন আসবে সেরা একাদশে সুযোগ পাবে কি না। এক্ষেত্রে সুযোগ খুব কম। আমাদের তো এখন সামনের সিরিজ-টুর্নামেন্টগুলো মাথায় রেখে এগোতে হচ্ছে।’

‘কতদিন পাব আমরা ওর সার্ভিস? একটা সিরিজে পেয়ে পরের সিরিজে পাব কি না সেই নিশ্চয়তা তো নেই আমাদের কাছে। দ্বিতীয়ত শুধু ফিজিক্যাল ফিটনেস আর খেলা নয়, কাকে বাদ দিচ্ছি সেটাও দেখতে হবে। তিনটা পেসার নিতে গেলে কাকে বাদ দিব?’

সবাই হয়তো ভাবছেন, ‘দলে জায়গা পাবে তো মাশরাফি?’ বিসিবি বসের কথামতো মনে হয় হয়তো পাবেন না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন