শিরোনাম

প্রচ্ছদ /   নামমাত্র শর্তে যেভাবে ২ কোটি টাকা পর্যন্ত লোন পাবেন যেভাবে

নামমাত্র শর্তে যেভাবে ২ কোটি টাকা পর্যন্ত লোন পাবেন যেভাবে

Avatar

রবিবার, জানুয়ারী ৩, ২০২১

প্রিন্ট করুন

এবার নামমাত্র শর্তে ২ কোটি টাকা পর্যন্ত হোম লোন দিচ্ছে দেশের বেসরকারি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক। নতুন করে ব্যাংকটির তিনটি প্রকল্পের মধ্যে এই লোন প্রদান করা হবে বলে জানা গেছে।

দেশের আবাসন খাতকে সমৃদ্ধ করতে দেশের ব্যাংকগুলো সর্বদাই বিশেষ সুবিধার মাধ্যমে হোম লোন প্রদান করে থাকে। এতে করে একজন গ্রাহক সহজ শর্তে লোন নিয়ে নিজের স্বপ্নের নীড় তৈরি করতে পারেন। অন্যন্য ঋণের তুলনায় কিছুটা কম সুদে এই ঋণ পাওয়া যায় বলে গ্রাহকরা এর দিকে ঝুঁকে পড়েন একটু বেশি।

বাড়ি তৈরির কথা মাথায় রেখে দেশের বেসরকারি ব্যাংক প্রাইম ব্যাংক তিনটি নতুন ঋণ সুবিধা নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। ‘স্বপ্ননীড়, ‘স্বপ্নসাজ’, এবং ‘আবাস’ এই তিনটি বিশেষ প্রজেক্টের আওয়ায় গ্রাহকরা বাড়ি তৈরির জন্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। প্রাইম ব্যাংকের ১৪৬টি শাখায় এই ঋণ পেতে পারেন গ্রাহকরা এমনটাও জানা গেছে।

শুধু  এই ঋণ সুবিধাগুলোই নয়, এর বাইরেও বেশ কিছু আকর্ষণীয় ঋণ প্রদান করে থাকে ব্যাংকটি। যার মধ্যে উল্লেখযোগ্য হল, নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে টিপিএ-এর মাধ্যমে আবাসন ঋণের সুযোগ, দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ ঋণ সুবিধা, স্বল্প সময়ে ঋণ অনুমোদন এবং ছাড়করণ, ব্যক্তিগত জিম্মাদার বাধ্যতামূলক নয়, আকর্ষণীয় সুদহার, ডাক্তারদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুবিধাজনক শর্তে আংশিক বা সম্পূর্ণভাবে ঋণ অগ্রিম পরিশোধের ব্যবস্থা এবং ঋণ অধিগ্রহণের জন্য কোনো প্রসেসিং ফি প্রযোজ্য নয়।

একজন গ্রাহককে ঋণ প্রদানের পরিমান ২ কোটি টাকা পর্যন্ত এমনটা জানিয়ে প্রাইম ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং প্রধান এ এন এম মাহফুজ জানান, ‘’বর্তমানে আমাদের আবাসন ঋণের সর্বোচ্চ সীমা ব্যাংকের ক্ষেত্রে গ্রাহকপ্রতি দুই কোটি টাকা পর্যন্ত। এনবিএফআই বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে গ্রাহকপ্রতি এই সর্বোচ্চ সীমা নির্ধারিত নেই। যার ফলে এই প্রতিষ্ঠানগুলো কোনো একক গ্রাহককে যেকোনো পরিমাণের ঋণ প্রদান করতে পারে।‘’

এই হোম লোনের ক্ষেত্রে কাদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ‘’আমরা সাধারণত চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, বাড়ির মালিক, প্রবাসী বাংলাদেশি এবং মেরিনার গ্রাহককে আবাসন ঋণ প্রদান করে থাকি।‘’

একটা সময় সুদের হার বেশি থাকলেও এই ঋণ গ্রহনের ক্ষেত্রে ৯ থেকে ১৪ শতাংশ পর্যন্ত সুদ ধরা হবে এমনটাই জানিয়েছেন এ এন এম মাহফুজ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন