শিরোনাম

প্রচ্ছদ /   উইলিয়ামসনের চোখে বিশ্বসেরা ক্রিকেটার যিনি

উইলিয়ামসনের চোখে বিশ্বসেরা ক্রিকেটার যিনি

Avatar

শনিবার, জানুয়ারী ২, ২০২১

প্রিন্ট করুন

নতুন বছর শুরু হবার আগেই নতুন সুখবর পেয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্রিকেটের ‘জ্যান্টলম্যান’ হিসেবে পরিচিত কেন উইলিয়ামসন সাদা পোশাকের ফরম্যাটে ব্যাট হাতে ছাড়িয়ে গেছেন সবাইকে।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভন স্মিথ এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি যখন শ্রেষ্ঠত্ব দখলের লড়াইয়ে মশগুল তখন বাজিমাত করেন উইলিয়ামসন। ২০১৫ সালে একবার টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান দখলে নিয়েছিলেন উইলিয়ামসন। এরপর আবারও ৫ বছর পর সেই মসনদ ফিরে পেলেন।

টেস্ট ক্রিকেটে ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে উইলিয়ামসন। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিরাট কোহলি। ২০২০ সালের সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভেন স্মিথ নেমে গেছেন তিন নম্বরে।

এই অজি ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট অবশ্য কোহলির খুবই কাছে। স্মিথের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৮৭৭। মাত্র ২ রেটিং পয়েন্ট দূরে রয়েছেন কোহলি থেকে। তবে সবার উপরে থেকেও উইলিয়ামসন নিজেকে সেরা মানতে নারাজ। তার মতে এখনও সেরা স্মিথ এবং কোহলি।

কিউই এই ব্যাটসম্যান মনে করেন ক্রিকেটে এখনও সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং স্টিভেন স্মিথ। তাদের বিপক্ষে খেলতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন, এমনটা জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘’হ্যাঁ, তারা দুইজনই (কোহলি ও স্মিথ) সেরা। এটা তাই আমার কাছে রীতিমত বিস্ময় জাগানিয়া। তারা দুইজন বছরের পর বছর ধরে সব ফরম্যাটের ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে। বরং তাদের বিরুদ্ধে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।‘’

র‍্যাংকিং নিয়ে মাথা ঘামাতে চান না কিউই অধিনায়ক। মাঠে নিজের শতভাগ চেষ্টাটুকু ঢেলে দেয়াটাই তার প্রধান লক্ষ্য থাকে এমনটা জানান তিনি। তাঁর ভাষ্য, ‘’ব্যাপারটা হল- নিজের দলের জন্য যত বেশি সম্ভব চেষ্টা করে যাওয়া। নিজের প্রচেষ্টা যদি এই তালিকায় প্রতিফলিত হয় তবে ভালোই লাগে। যদিও মনোযোগ থাকে একটাই, যতটা সম্ভব দলের উপকারে আসা।‘’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন