শিরোনাম

প্রচ্ছদ /   এইমাত্র পাওয়াঃ আরও একটি নতুন বিশ্ব রেকর্ডে নাম লেখালেন তামিম লিটন

এইমাত্র পাওয়াঃ আরও একটি নতুন বিশ্ব রেকর্ডে নাম লেখালেন তামিম লিটন

Avatar

শনিবার, জানুয়ারী ২, ২০২১

প্রিন্ট করুন

আবারও নতুন করে একটি বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন কুমার দাস এবং তামিম ইকবাল। ২০২০ সালে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানকে ছাড়িয়ে তামিম ইকবাল এবং লিটন দাস দুজনেই করেছেন সমান দুইটি করে সেঞ্চুরি।

২০২০ সালটা ক্রিকেটের জন্য মোটেও সুখকর ছিল না। মহামারী করোনার হানায় গোটা বিশ্বেই ক্রিকেট ছিল বন্ধ। বাইশ গজের উইকেট যেন খাঁ খাঁ করেছে লম্বা সময় ধরে। গত মার্চ মাস থেকেই এমন অবস্থা আরও প্রকট আকার ধারন করেছিল। তবে সেই অবস্থা কাটিয়ে প্রথমে মাঠে ফিরেছিল ঘরোয়া ক্রিকেট। সময়ের সাথে শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটও।

২০২০ সালের শেষের দিকে এসে অবশ্য টাইগাররা খেলতে পারেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। তবে ২০২০ সালের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে রেকর্ড গড়েছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং লিটন কুমার দাস।

এই দুই টাইগার ব্যাটসম্যানই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের এক ম্যাচে দুজনেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। যেখানে ব্যাট হাতে ১৭৮ রান করে দেশের জার্সিতে সর্বাধিক ওয়ানডে রানের ইনিংস খেলা ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছিলেন লিটন দাস। এই ইনিংস খেলে তামিমের সর্বাধিক রানের রেকর্ড গুড়িয়ে দিয়েছেন তিনি।

২০২০ সালে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। তামিমের পরের অবস্থানেই নাম রয়েছে ডানহাতি ব্যাটসম্যান লিটন কুমার দাসের। এই দুই ব্যাটসম্যানই ২০২০ সালে সমান দুইটি করে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

তামিম এবং লিটনের পরের অবস্থানে রয়েছেন ওমাদের ২৮ বছর বয়সি ব্যাটসম্যান আকিব ইলিয়াস। সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় সবার নিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারোন ফিঞ্চ। অবশ্য আকিব ইলিয়াস এবং অ্যারোন ফিঞ্চের সেঞ্চুরি সংখ্যাও দুইটি করে।

এছাড়া তালিকায় সবার উপরে রয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। ২০২০ সালে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর তালিকায় সবার উপরে জায়গা করে নিতে স্মিথ হাকিয়েছেন ৩টি সেঞ্চুরি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন