বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা ধারাবাহিক ব্যাটসম্যান লিটন দাস। সম্প্রতি শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্ট কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন দাস। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১০ ম্যাচে ৫০ গড়ে ৩৯৪ রান সংগ্রহ করেছেন লিটন দাস।
এছাড়াও গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছিলেন তিনি। তাইতো ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বড় তারকা ক্রিকেটার হিসেবে ধরা হচ্ছে লিটন দাসকে। তবে ক্যারিয়ারের শুরুতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিল না লিটন দাস।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা লিটন এক সময় বাংলাদেশ দলের বড় তারকা হবে এমনটাই বিশ্বাস দেশের অন্যতম সেরা কোচ সালাউদ্দিনের। তাঁর মতে দলের সিনিয়র ক্রিকেটাররা বিদায় নেয়ার পর তরুণ প্রজন্মের মধ্যে লিটনই হতে পারেন অধিনায়ক।
সালাউদ্দিন বলেন, ‘’সাধারণত খেলা চলাকালীন অনেকেই অনেক কিছু খেয়াল করে না। কিন্তু আমি খুব কাছ থেকে দেখেছি লিটন অনেক কিছু নজরে রাখে। পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। তার ম্যাচ পর্যালোচনাও খুব ভাল। এটা একজন অধিনায়কের বড় যোগ্যতা যে সে গেম রিডটা কিভাবে করতে পারে। খুব কাছ থেকে দেখেছি লিটন দাসের ঐ মাথাটা আছে।‘’
আগের লিটন এবং বর্তমান সময়ের লিটনের মধ্যে পার্থক্য তুলে ধরে সালাউদ্দিন আরও বলেন, ‘’একটা সময় ছিল যখন লিটন অনেক বেশি শট খেলার চেষ্টা করত, ঝুঁকি নিয়ে আক্রমণাত্মক স্ট্রোক খেলতে যেত। কিন্তু সময়ের প্রবাহতায় সে অভ্যাস কমেছে অনেক। এখন লিটন অনেক বেশি পরিণত, উচ্চাভিলাসী শট খেলার প্রবণতা কমেছে অনেক। নিজের ব্যাটিং সামর্থ্য সম্পর্কে ধারণাও হয়েছে অনেক বেশি পরিষ্কার। জেনেছে, বুঝেছে তার সামর্থ্য কতটা? আল্টিমেটলি এখন সে কম ঝুঁকিপূর্ণ শট খেলেই রান করতে পারছে।‘’
বর্তমানে লিটন তাঁর খেলা সম্পর্কে পরিস্কার ধারনা পেয়েছেন এমটা মনে করেন এই কোচ। তাঁর ভাষ্য, ‘’লিটন এত সুন্দর টাইমার যে, জোরে না মারলেও বল চোখের পলকে সীমানার ওপারে চলে যায়। আমার মনে হয় যে, এখন তার নিজের খেলা সম্পর্কে নিজের ধারণা অনেক পরিষ্কার হয়েছে।‘’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন