ক্রিকেটে স্পোর্টসম্যানশিপের উদাহরণ রয়েছে ভুরিভুরি। কখনও প্রতিপক্ষের ক্রিকেটারদের বড় অর্জনের পর সেটাকে সমর্থন জানিয়ে স্বাগত জানানো আবার কখনও প্রতিপক্ষ দলের সাথে সৌহার্দের পরিচয় হর হামেশাই মিলে মাঠে। তবে এতো গেল সবুজ গালিচায় ক্রিকেটারদের অনন্য কাজগুলো! এর বাইরেও যে দুই দলের ক্রিকেটারদের মধ্যে ভাতৃত্বের বন্ধন অটুট থাকে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
২০২০ সালে বাংলাদেশ দল টেস্ট চাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তান সফরে গিয়েছিল দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে। সাথে ছিল টি-২০ ফরম্যাটেরও দুই ম্যাচের সিরিজ। যদিও একবারেই সবগুলো সিরিজ খেলা হয়নি বাংলাদেশ দলের। টি-২০ সিরিজটি সম্পন্ন করতে পারলেও টেস্ট সিরিজটি এখনো হয়নি সাথে বাকি ছিল ওয়ানডে সিরিজও। মহামারী করোনা ভাইরাসের হানায় আপাতত স্থগিত আছে টেস্ট ও ওয়ানডে সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে বাংলাদেশ দল দুই ম্যাচের দুটিতেই হেরে বসেছিল। তবে পাকিস্তান দলের আতিথেয়তা ছিল চোখে পরার মত। বাংলাদেশ দলের ড্রেসিং রুমে পাকিস্তান দলের ক্রিকেটারদের উপস্থিতি যেন মাঠের বাইরে ছিল অনন্য।
পাকিস্তান দলের ক্রিকেটাররা যখন বাংলাদেশ দলের ড্রেসিং রুমে প্রবেশ করে তখন শোয়েব মালিক জড়িয়ে ধরেন মুশফিকুর রহিমকে। এই দুই ক্রিকেটারের এমন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তখনই বেশ আলোচনার কেন্দবিন্দু ছিল। মাঠের বাইরেও ক্রিকেটারদের এমন সৌহার্দপূর্ন কাণ্ডে প্রশংসা কুড়িয়েছিল ছবিটি।
২০২০ সাল ইতোমধ্যেই শেষ হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সত্যায়িত টুইটার অ্যাকাউন্টে শোয়েব মালিক এবং মুশফিকুর রহিমের সেই ছবিটি নতুন করে পোস্ট করেছে তারা। যেখানে স্পিরিট অব ক্রিকেট হিসেবে সেরা মুহূর্ত নির্বাচন করা হয়েছে এটিকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রকাশিত সেই টুইটারে আরও বেশ কিছু মুহূর্ত শেয়ার করা হয় একই টুইটারে। কয়েকটি ছবি যুক্ত করে একটি ছোট ভিডিও ফুটেজ শেয়ার করে। যেখানে স্পিরিট অব ক্রিকেট ছাড়াও অন্যান্য ক্যাটাগরিতেও বছরের সেরা অ্যাওয়ার্ড দেয়া হয়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন