শিরোনাম

প্রচ্ছদ /   নতুন সিদ্ধান্তে জানাগেল যাদেরকে নিয়ে উইন্ডিজের বিপক্ষে একাদশ সাজাচ্ছে বিসিবি

নতুন সিদ্ধান্তে জানাগেল যাদেরকে নিয়ে উইন্ডিজের বিপক্ষে একাদশ সাজাচ্ছে বিসিবি

Avatar

শুক্রবার, জানুয়ারী ১, ২০২১

প্রিন্ট করুন

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের কোন অজুহাতেই মানতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার। ইতিমধ্যেই সফলভাবে দুটি টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। দলটির প্রায় সব সিনিয়র ক্রিকেটারই বাংলাদেশের বিপক্ষে সিরিজে অংশ নিতে অপারগতা প্রকাশ করায় একঝাক নতুন মুখ নিয়েই ঢাকায় আসছে তারা।

জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য অবশ্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারির প্রথম সপ্তাহে উইন্ডিজ সিরিজের দল ঘোষণা করা হবে এবং ৭ তারিখের মধ্যেই ক্রিকেটারদের বায়ো বাবল নিশ্চিত করে শুরু হয়ে যাবে অনুশীলন। প্রাথমিকভাবে ২০-২৪ জনের স্কোয়াড ঘোষণা করার পর দুই দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। এরপর সেখান থেকেই বাছাই করা হবে মূল স্কোয়াড।

হাবিবুল বাশার বলেন,  “আমরা সফলভাবে দুইটি টুর্নামেন্ট আয়োজন করেছি। কোনো খেলোয়াড়, কোনো অফিসিয়াল করোনায় আক্রান্ত হয়নি এ সময়ে। স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি আমরা সচেতন। সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো দলকে আমরা আতিথেয়তা দিতে পারি”।

“ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবখানেই খেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ বেশ কয়েকটি সফর করলো। তারা নিউজিল্যান্ড সফর করে এলো। এর আগে ইংল্যান্ডে গিয়েছিল। ইংল্যান্ড যে প্রটোকল অনুসরণ করেছে, আমরাও সেটা করেছি।সেক্ষেত্রে আমাদের এখনে সফর করা ঝুঁকির কিছু ছিল না। এজন্য আমি বলবো এটা কিছুটা দুঃখজনক।”

তবে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় সারির দল পাঠালেও কোন প্রকার ছাড় দেবেনা বাংলাদেশ দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই দল সাজাবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। ‌সিরিজে কোন পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।

“পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। আমরা আমাদের সেরা দল নিয়ে মাঠে নামবো। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট। আমাদেরকে অবশ্যই জেতার চিন্তা করতে হবে। কে আসল, কে না আসল এটা দল নির্বাচনে প্রভাব ফেলবে না।’

এক নজরে দেখে নেয়া যাক কেমন হতে পারে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের স্কোয়াড

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন