শিরোনাম

প্রচ্ছদ /   মাত্র পাওয়াঃ বড় পদের দায়িত্ব পেলেন মাশরাফি

মাত্র পাওয়াঃ বড় পদের দায়িত্ব পেলেন মাশরাফি

Avatar

শুক্রবার, জানুয়ারী ১, ২০২১

প্রিন্ট করুন

বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল (৩১ ডিসেম্বর) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দেন।

এবার আওয়ামীলীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটিতে সদস্য পদ পেয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শুধু মাশরাফি নয়, সাবেক বিসিবি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীও রয়েছেন এই কমিটিতে। এছাড়া দীপঙ্কর তালুকদার, জাফর আলম, এডভোকেট আমিরুল আলম এবং নাহিদ ইজাহার খানের নামও রয়েছে এই কমিটিতে।

বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, মাশরাফিকে এই উপকমিটিতে পদবি দেয়ার কারন হল মাশরাফির যে জনপ্রিয়তা আছে সেটাকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা তৈরি করা যাবে।

অন্যদিকে এই উপকমিটিতে চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ও সদস্য সচিব হিসেবে আছেন দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, মাশরাফি বিন মুর্তজা আপাতত নেই মাঠের ক্রিকেটে। গত বঙ্গবন্ধু টি-২০ কাপ টুর্নামেন্টে জেমকন খুলনার হয়ে মাঠে নেমে বল হাতে দুর্দান্ত ছিলেন। ফলে আসন্ন উইন্ডিজ সিরিজের স্কোয়াডে তাকে রাখা হবে কিনা তা নিয়ে চলছিল জোর আলোচনা। তবে বোর্ডের একাধিক কর্তা জানিয়েছেন মাশরাফিকে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বোর্ডের।

এখনও উইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করা না হলেও চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে দল। মাশরাফির এই সিরিজে না থাকা প্রায় নিশ্চিত। ফলে ক্রিকেটে ব্যস্ততা না থাকার কারনে নিজের সংসদীয় এলাকায় মাশরাফি নানা রকম জনসেবা করে বেড়াচ্ছেন।

নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের দ্বারেদ্বারে গিয়ে খোঁজ নিচ্ছেন তিনি। নিজ হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিত মানুষদের করছেন সাহায্য। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হবার পরই বাইশ গজ মাতানো এই ক্রিকেটার দাপিয়ে বেড়াচ্ছেন রাজনীতির মাঠ। সেই সাথে বহু সুনামও কুড়িয়েছেন মাশরাফি। বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে জয় লাভ করার পর এবার তাই আওয়ামীলীগের অন্য কমিটিতেও দেখা মিলল মাশরাফি বিন মুর্তজার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন