শিরোনাম

প্রচ্ছদ /   মধ্যবিত্তদের সুখবর বছরের শুরুতে একলাফে কমছে স্বর্ণের দাম দেখেনিন সর্বশেষ মূল্য

মধ্যবিত্তদের সুখবর বছরের শুরুতে একলাফে কমছে স্বর্ণের দাম দেখেনিন সর্বশেষ মূল্য

Avatar

শুক্রবার, জানুয়ারী ১, ২০২১

প্রিন্ট করুন

মহামারী ক’রোনা ভাইরাসের কারনে ২০২০ সালের গোটা বছর জুড়েই স্বর্ণের বাজারে ছিল অস্থিরতা। ক’রোনার প্রকোপে শুরুর দিকে বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা মন্দা দেখা দিয়েছিল। তবে পরবর্তীতে বিশ্ব অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে স্বর্ণের দাম বাড়তে থাকে হু হু করে। বছরের মাঝামাঝি সময়ে ব্যাপক বৃদ্ধি পেতে দেখা গিয়েছিল স্বর্ণের দাম।

স্বর্ণের বাজারের এমন অস্থিরতার পেছনে আরও একটি কারন হিসেবে ছিল মার্কিন নির্বাচন। বিশ্বের অর্থনীতিকে শাসনকারী দেশটির নির্বাচনের কারনে উঠা-নামা ছিল সোনার দরে। বিনিয়োগকারীরা বাড়তি ঝুঁকি না নিয়ে ছিলেন সতর্ক অবস্থানে। ফলে কিছুটা বাড়তি ছিল এই ধাতবটির মূল্য।

শুধু তাই নয়, এই নির্বাচনের প্রভাবে বিশ্বে আমেরিকান ডলারের মূল্য পড়তির দিকে থাকার কারনে পরবর্তীতে কিছুটা কমেছিল সোনার দর। এদিকে বিশ্ব বাজারে স্বর্ণের এই দামের প্রভাব পড়েছিল বাংলাদেশের বাজারেও। তাই দেশের বাজারেও অস্থিরতা ছিল।

সবশেষ দেশে সোনার দরের পরিবর্তন হয়েছিল ডিসেম্বরের ১ তারিখে। এক ধাক্কায় প্রতি ভরি সোনার দাম কমে গিয়েছিল ১ হাজার ১১৬ টাকা। এক সপ্তাহের ব্যবধানে মোট ২ হাজার ৫০৭ টাকা কমতে দেখা গিয়েছিল সোনার দর। ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৭২ হারাজ ৬৬৭ টাকা।

সোনার এই দরপতনের কারন হিসেবে বাজুস জানিয়েছিল বিশ্ব বাজারে তেল ও ডলার দাম কমে যাওয়াতেই কমানো হয়েছে সোনার দর।

নতুন বছরে কেমন হতে পারে সোনার দাম তা নিয়ে অবশ্য জল্পনা শুরু হয়েছে বেশ আগে থেকেই। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার ধাক্কা সামাল দিতে গিয়ে বিশ্বে তেলের দাম যে হারে কমতে শুরু করেছে এতে করে ডলারের মূল্য আরও কমে যেতে পারে। ফলে বছরের শুরুর দিকে অন্তত সোনার দাম কিছুটা কমতে পারে বলে ধারনা করছেন বাজার বিশ্লেষকরা। দাম কমলেও সেটা যে আগের অবস্থানে ফিরে যাবে না তা একপ্রকার নিশ্চিত।

তবে মার্কিন নির্বাচনে জো বাইডেন জয় লাভের সেই প্রভাব পড়তে শুরুর করেছে বিশ্বের অর্থনীতিতেও। তাই সোনার দর কিছুটা বাড়লেও বাড়তে পারে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন