শিরোনাম

প্রচ্ছদ /   একনজরে দেখেনিন ২০২১ সালে বাংলাদেশের ১০ সিরিজের চূড়ান্ত সময়সূচী

একনজরে দেখেনিন ২০২১ সালে বাংলাদেশের ১০ সিরিজের চূড়ান্ত সময়সূচী

Avatar

শুক্রবার, জানুয়ারী ১, ২০২১

প্রিন্ট করুন

মহামারী করোনা কাটিয়ে নতুন বছরে নতুন মোড়কে আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার পাশাপাশি বাংলাদেশ দল খেলবে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজও। ২০২০ সালের শুরুর দিকে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলেও মার্চের পর আর মাঠে নামা হয়নি বাংলাদেশের। তবে ২০২১ সালে ঠাসা সূচি সাকিব-মুশফিকদের সামনে।

জানুয়ারির ২০ তারিখে উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই বছরের শুরু করবে বাংলাদেশ দল। এরপর ফেব্রুয়ারির শেষের দিকে উইন্ডিজ পাঠ চুকিয়ে টাইগাররা পাড়ি জমাবে নিউজিল্যান্ডে। তাসমান সাগরের পাড়ে অবস্থিত দেশটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এছাড়া এই ক্যালেন্ডারেই রয়েছে এশিয়া কাপ এবং সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এক নজরে দেখে নেয়া যাক ২০২১ সালে বাংলাদেশ দলের সকল আন্তর্জাতিক সিরিজের তালিকা।

জানুয়ারি-ফেব্রুয়ারিঃ উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল।

ফেব্রুয়ারি-মার্চঃ উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ দল পাড়ি জমাবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং সমপরিমাণ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

এপ্রিলঃ গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। নানা জটিলতায় শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত হয়ে যায়। তবে লঙ্কা বোর্ডের তরফ থেকে আবারও প্রস্তাব দেয়া হয়েছে আগামী এপ্রিলে সিরিজটি আয়োজনের। সেই সাথে বাড়তে পারে ম্যাচের সংখ্যাও।

মেঃ শ্রীলঙ্কার বিপক্ষে এওয়ে সিরিজ খেলার পর ঘরের মাঠে লঙ্কনদের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

জুনঃ এশিয়া কাপ

জুন-জুলাইঃ জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট।

সেপ্টেম্বরঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল।

সেপ্টেম্বর-অক্টোবরঃ অজিদের বিদায় দিয়ে ইংল্যান্ডকে স্বাগত জানাবে টাইগাররা। ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ দল খেলবে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ।

অক্টোবর-নভেম্বরঃ এই সময়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে কমপক্ষে ৮টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল।

নভেম্বর-ডিসেম্বরঃ বিশ্বকাপ শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন