শিরোনাম

প্রচ্ছদ /   জমজমাট লড়াইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখেনিন বাংলাদেশের অবস্থান

জমজমাট লড়াইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখেনিন বাংলাদেশের অবস্থান

Avatar

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩১, ২০২০

প্রিন্ট করুন

জমে উঠেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইতোমধ্যে লড়াইয়ে মেতেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত। আইসিসির নতুন এই টুর্নামেন্টে বড় ধরনের বিপদের মুখে রয়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়া।

সাদা পোশাকের মর্যাদার লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল ভারত। মহামারী করোনা ভাইরাসের আগমনের পূর্বে শীর্ষে থাকা ভারতের স্বপ্ন অবশ্য ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে এখন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে হারের পর অজিরা নিয়েছিল পূর্ণ ৩০ পয়েন্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে পয়েন্ট নিজেদের দখলে নিলেও পাকিস্তানের বিপক্ষে কিউইদের দুর্দান্ত টেস্ট জয়ের ফলে টিম ইন্ডিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কেন উইলিয়ামসনের দল।

পয়েন্টের হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। রেটিং পয়েন্ট এবং শতকরা হিসেবে সবার উপরে থাকা অজিদের বিপক্ষে ভারতকে পরের দুই ম্যাচে অবশ্যই ভালো করতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশীপে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩২২ পয়েন্ট। ভারতের বিপক্ষে এক ম্যাচ হারের পাশাপাশি স্লো ওভার রেটের কারনে ৪ পয়েন্ট কাটা গেছে অজিদের। তবে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলার দৌড়ে এখনও বেশ শক্ত অবস্থানে রয়েছে তারা।

অন্যদিকে কেন উইলিয়ামসনের দল নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজে ভালো করার কারনে রেটিংয়ের দিক দিয়ে ভারতকে ইতোমধ্যেই পেছনে ফেলেছে। নিজেদের শীর্ষ স্থানে নিয়ে যেতে হলে কেন নিউজিল্যান্ড দলকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে হবে ২-০ অথবা ১-০ ব্যবধানে। এছাড়া অস্ট্রেলিয়া এবং ভারতের সিরিজের ফলাফল হতে হবে ২-২ অথবা ১-১ এ সমতা হয়ে থাকে তাহলে শীর্ষ স্থানে চলে যাবে নিউজিল্যান্ড।

ভারতের শীর্ষ স্থানে যেতে হলে অবশ্য সামনে রয়েছে কেবল একটি সমীকরণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজটি ভারতকে জিততে হবে ৩-১ ব্যবধানে। অজিদের মাটিতে এই বিশাল ব্যবধানে সিরিজ জিততে পারলে তবেই সাদা পোশাকের মর্যাদার এই লড়াইয়ে শীর্ষে থাকবে টিম ইন্ডিয়া।শেষ পর্যন্ত ফাইনালে কারা যায় সেটা জানা যাবে নির্দিষ্ট সময়ের পরই।তবে এই তালিকায় সবার তলানিতে রয়েছে ০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন