শিরোনাম

প্রচ্ছদ /   নেই মাশরাফি যাদেরকে নিয়ে উইন্ডিজ সিরিজের চূড়ান্ত একাদশ সাজাচ্ছে বিসিবি

নেই মাশরাফি যাদেরকে নিয়ে উইন্ডিজ সিরিজের চূড়ান্ত একাদশ সাজাচ্ছে বিসিবি

Avatar

বুধবার, ডিসেম্বর ৩০, ২০২০

প্রিন্ট করুন

নতুন বছরে টাইগাররা মাঠে নামছে উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। করোনা কাটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে টাইগারদের নতুন দিন শুরু করা নিয়ে আলোচনা হবে এটাই ছিল স্বাভাবিক। তবে এতটা আলোচিত থাকবে এই উইন্ডিজ সিরিজ সেটা হয়ত আশা করেননি ক্রিকেটভক্তরা!

উইন্ডিজের বিপক্ষে সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য তাদের টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা দিয়ে। দলের সব সিনিয়র ক্রিকেটাররা বাংলাদেশে আসতে আপত্তি জানালে নতুন মুখ নিয়েই বাংলাদেশে আসছে তারা। এতো গেল ক্যারিবিয়ানদের দল ঘোষণা নিয়ে আলোচনার কথা। এর বাইরে দেশেও বেশ সরগরম অবস্থা বিরাজ কছে!

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে বেশ আগে থেকেই টাইগারদের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেয়ার পর ওয়ানডে ফরম্যটে আবারও মাশরাফি মাঠে নামবেন কিনা সেটা নিয়ে বোর্ড এবং মাশরাফির মধ্যে চলছে শীতল অবস্থা।

নির্বাচকদের পক্ষ থেকে একাধিকবার জানিয়ে দেয়া হয়েছে মাশরাফি উইন্ডিজের বিপক্ষে খেলবেন কিনা সেটা ঠিক করবেন তিনি নিজেই। ঘরের মাঠে যদি মাশরাফি জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামতে চান তাহলে তাকে ফিটনেস ও পারফরম্যান্স দুটোরই প্রমান রাখতে হবে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন মাশরাফিকে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বোর্ডের। তিনি বলেন, ‘’এখন পর্যন্ত মাশরাফিকে নিয়ে পরিকল্পনা নেই বোর্ডের। তার জাজমেন্ট আসলে তার কাছে। সে দেশের অন্যতম সেরা একজন ক্রিকেটার। তবে সাকিব আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরছে।‘’

জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য অবশ্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারির প্রথম সপ্তাহে উইন্ডিজ সিরিজের দল ঘোষণা করা হবে এবং ৭ তারিখের মধ্যেই ক্রিকেটারদের বায়ো বাবল নিশ্চিত করে শুরু হয়ে যাবে অনুশীলন। প্রাথমিকভাবে ২০-২৪ জনের স্কোয়াড ঘোষণা করার পর দুই দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। এরপর সেখান থেকেই বাছাই করা হবে মূল স্কোয়াড।

ক্যারিবিয়ানদের বিপক্ষে স্কোয়াডে প্রায় ৭-৮ জন ক্রিকেটারের জায়গা প্রায় নিশ্চিত। যাদের মধ্যে ওপেনিংয়ে দেখা যাবে তামিম ইকবালের সাথে লিটন কুমার দাসকে। ব্যাকআপ হিসেবে স্কোয়াডে ওপেনার হিসেবে থাকতে পারেন বঙ্গবন্ধু টি-২০ কাপে দুর্দান্ত ব্যাট করা নাজমুল হোসেন শান্ত।

তিন নম্বর পজিশনটা দখলে নিবেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম থাকছেন চার নম্বর পজিশনে। পঞ্চপাণ্ডবের আরেক সদস্য মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যাবে পরের পজিশনটাতেই।

এক নজরে দেখে নেয়া যাক কেমন হতে পারে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের স্কোয়াড

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন