আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে টি টেন লীগ, যেটস অনুষ্ঠিত হবে দুবাই তে। এই টুর্নামেন্টের জন্য আজ শুরু হয়েছে নিলাম। সেই নিলামে ওঠা প্লেয়ারদের তালিকা ফেইসবুকে প্রকাশ করেছে টি টেন লীগের অফিশিয়াল ফেইসবুক পেইজ। সেখান রয়েছে বাংলাদেশের ক্রিকেটার ও টিটুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নাম।
জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তাই প্লেয়ার্স ড্রাফটে মাহমুদুল্লাহ রিয়াদের নাম থাকলেও এই টুর্নামেন্টের খেলা হচ্ছে না এটা এক প্রকার নিশ্চিত।
আবুধাবি টিটেন লীগ হচ্ছে প্রথম বড় কোন টুর্নামেন্ট যা অনুষ্ঠিত হয়েছে ১০ ওভারে। এক জন বোলার সেখানে সর্বোচ্চ ২ ওভার বোলিং করতে পারে। এই আবুধাবি টি টেন লীগের একটা মজার দিক রয়েছে। অন্যান্য দেশে যেমন তাদের লীগে নিজস্ব স্থানীয় নাম গুলো ব্যবহার করে তবে এখানে স্থানীয় নামের তেমন দেখা নেই। বাইরের নামই সব রয়েছে, এদের মধ্যে একটি আছে বাংলাদেশী নাম, যার নাম হচ্ছে বাংলা টাইগার্স।
এছাড়াও ভারতের দিল্লি (বুলস) ও পুনে ( ডেভিলস) ২ টি শহরের নামে দল রয়েছে।
এখন পর্যন্ত টি-টেন ক্রিকেট লীগের প্রতিটি দল
আবু ধাবি: ক্রিস গেইল, রোহান মুস্তাফা, লুক রাইট, অবিশকা ফার্নান্দো, হেডেন ওয়ালশ, ক্রিস মরিস।
ডেকান গ্ল্যাডিয়েটর্স: সুনীল নারাইন, মোহাম্মদ শাহজাদ, কাইরন পোলার্ড, জহুর খান, ভানুকা রাজাপাকসা, কলিন ইনগ্রাম।
ক্যালান্ডারস: শহীদ আফ্রিদি, ক্রিস জর্ডান, সামিত প্যাটেল, ফিল সল্ট, সুলতান আহমেদ
বাংলা টাইগারস: ইসুর উদানা, আন্দ্রে ফ্লেচার, টম মুরস, কায়স আহমেদ, চিরাগ সুরি, ডেভিড উইস, জনসন চার্লস।
দিল্লি বুলস: ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, মোহাম্মদ নবী, আলী খান, দুশমন্ত চামেরা, শেরফানে রাদারফোর্ড
নর্দান ওয়ারিয়র্স: আন্দ্রে রাসেল, রোভম্যান পাওয়েল, রায়দ এমরিত, নিকোলাস পুরান, লে ন্ডেল সিমন্স, ওহাব রিয়াজ, জুনাইদ সিদ্দিক
পুনে ডেভিলস: মোহাম্মদ আমির, থিসারা পেরেরা
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন